সংগীতশিল্পী সাবা তানি আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সংগীত তারকা সাবা তানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে উত্তরার বাসায় স্নানঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
এনটিভি অনলাইনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর আত্মীয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।
তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘দীর্ঘদীন ধরে সাবা তানি আপু নিম্ন রক্তচাপে ভুগছিলেন। গতকাল তিনি বাসায় একাই ছিলেন। নিউ ইস্কাটনে তাঁর মা বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন কাল। আমার যেটা মনে হয়, বাথরুমে উনি যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, যেহেতু তাঁর বাসায় কেউ ছিল না, তাই কেউ তাঁকে চিকিৎসকের কাছে নিতে পারেনি।’
সাবা তানির একমাত্র ছেলে এখন যুক্তরাজ্যে থাকেন। আজ সকালে আত্মীয়রা বাসার দরজা ভেঙে সাবা তানির বাসায় ঢোকেন বলে জানান তাহমিনা সুলতানা মৌ।
আশি ও নব্বই দশকে টেলিভিশন ও মঞ্চে গান ও গজল গেয়ে জনপ্রিয়তা পান সাবা তানি।