ঢাকায় শুটিং করছেন মুমতাজ সরকার
ঢাকায় গতকাল মঙ্গলবার থেকে 'মায়া, দ্য লস্ট মাদার' নামের চলচ্চিত্রে শুটিং শুরু করেছেন ভারতের অভিনেত্রী মুমতাজ সরকার। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক।
বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। ছবিতে জাতীয় এবং আন্তর্জাতিক শিল্পীরা অংশগ্রহণ করছেন। এতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। মুমতাজ সরকার যাদুকর পিসি সরকারের মেয়ে। তিনি এই পর্যন্ত হিন্দি ও তেলুগু মিলিয়ে ৩৬টি সিনেমায় অভিনয় করেছেন।
এই বছর ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত একমাত্র সিনেমা 'রক্তকরবী'র নায়িকাও মুমতাজ। ‘মায়া, দ্য লস্ট মাদার' সিনেমার শুটিং শুরু হয় ২০ ফ্রেব্রুয়ারি থেকে। শাহবাগের পাঠক সমাবেশ ও আশপাশের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের কাজ হয়।
পরিচালক জানিয়েছেন, টানা দুই মাস ছবির শুটিং চলবে ঢাকা ও নরসিংদীর রায়পুরায়। ছবিতে মুমতাজ ছাড়াও অভিনয় করেছেন প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানি সরকার, সৈয়দ হাসান ইমাম, লীনা ফেরদৌসী, ঝুনা চৌধুরী, নাজমা আকতার, দেবাশীষ কায়সার প্রমুখ।