৪-১ গোলে জিতে গেল শাকিবের দল
কেবল বাংলা চলচ্চিত্রের মাঠই নয়, ফুটবলের মাঠও জয় করলেন শাকিব খান। আজ শুক্রবার তুরাগ রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাবের আয়োজনে এক বনভোজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৪-১ গোলে জেতে শাকিবের দল ফিল্ম ক্লাব একাদশ।
খেলায় ফিল্ম ক্লাব একাদশের বিপক্ষে ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একাদশ। ফিল্ম ক্লাবের অধিনায়ক ছিলেন শাকিব খান আর পরিচালক সমিতির অধিনায়ক ছিলেন মুশফিকুর রহমান গুলজার।
প্রথম ২০ মিনিটের খেলায় প্রথম গোল করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। ১০ মিনিট খেলার বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের খেলা। দ্বিতীয় পর্যায়ের খেলায় ফিল্ম ক্লাবের নিজেদেরই এক সদস্যের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এতে খেলা ড্র হয়। এরপর পাঁচ মিনিট খেলার সময় বাড়ানো হয়। পরে টাইব্রেকারে সিদ্ধান্ত নেওয়া হয়।
টাইব্রেকারে ৪-১ গোলে জিতে যায় বাংলাদেশ ফিল্ম ক্লাব একাদশ। পরে শাকিব খানের হাতে দুই ভরি স্বর্ণের বিজয় ট্রফি তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।