শ্রীদেবী অভিনীত পাঁচটি জনপ্রিয় গান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/25/photo-1519538609.jpg)
গতকাল শনিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন শ্রীদেবী। ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু তাঁর। দীর্ঘ অভিনয় জীবনে চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমার মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, শ্রীদেবী অভিনীত ছবির গান জায়গা করে নিয়েছে ভক্তদের মুখে মুখে। চলুন, এক নজরে দেখে নিই শ্রীদেবী অভিনীত ছবির জনপ্রিয় পাঁচটি গান।
১. হাওয়া হাওয়াই (মি. ইন্ডিয়া)
২. মিতওয়া (চাঁদনি)
৩. জুম্মা চুম্মা দে দে (হাম)
৪. কাভি মে কাহু (লামহে)
৫. ন্যায়নো মে স্বপ্না (হিম্মতওয়ালা)