শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/25/photo-1519547378.jpg)
সবাইকে কাঁদিয়ে এখন অন্য ভুবনের বাসিন্দা শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর ভক্ত ও বলিউড তারকা। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, শ্রীদেবীর মৃত্যুতে টুইটারে শোকবার্তা জানিয়েছেন রজনীকান্ত, কমল হাসান, ঋষি কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখ, সুস্মিতা সেনের মতো বলিউড তারকা।
তামিল তারকা রজনীকান্ত বলেন, ‘আমি শোকাহত এবং বিমর্ষ। আমি একজন কাছের বন্ধুকে হারালাম এবং ইন্ডাস্ট্রি হারাল এক কিংবদন্তিকে। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আমি তাঁদের কষ্ট অনুভব করতে পারছি। তোমাকে আমরা মিস করব।’
‘গুরু’, ‘ইয়ারা গুলাবি’সহ আরো অনেক ছবিতে কমল হাসানের বিপরীতে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। শ্রীদেবীর মৃত্যুতে তাই শোক জানান কমল হাসানও। তিনি তাঁর টুইটে লিখেন, “একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী থেকে শ্রীদেবীর একজন অসাধারণ নারী হয়ে ওঠার সময়টুকুর সাক্ষী ছিলাম আমি। তাঁর তারকাখ্যাতি পাওনা ছিল। তাঁর সঙ্গে শেষ দেখার পাশাপাশি অসংখ্য স্মৃতি আমার মনের মধ্যে ভিড় করছে। ‘সাদমা’র স্মৃতি এখনো আমাকে তাড়া করে ফেরে। আমরা সবাই তাঁকে মিস করব।”
শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে ‘চাঁদনি’, ‘নাগিন’, ‘বানজারান’-এর মতো হিট ছবি দিয়েছেন ঋষি কাপুর। শ্রীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট বার্তায় ঋষি কাপুর বলেন, ‘একটি শোক সংবাদ শুনে ঘুম থেকে জেগে উঠলাম। আমি সত্যিই শোকাহত। দুঃখিত। বনি এবং তাঁর দুই কন্যার প্রতি আমার হৃদয় থেকে সমবেদনা।’
শ্রীদেবীর মৃত্যুতে রিতেশ দেশমুখ টুইটে লিখেন, ‘ভয়ংকর ভয়ংকর খবর। আমি শোকাহত, বাক্যহারা। শ্রীদেবী আর বেঁচে নেই।’ রিতেশের মতই বাক্যহারা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তাঁর টুইটে লিখেন, ‘আমার বলার মতো তোনো শব্দ পাচ্ছি না। তাঁদের প্রতি সমবেদনা, যাঁরা শ্রীদেবীকে ভালোবাসতেন। বলিউডের জন্য একটি অন্ধকার দিন।’
সুস্মিতা সেন তাঁর টুইটে লিখেন, ‘আমি এইমাত্র শুনলাম যে শ্রীদেবী ম্যাম হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি শোকাহত। কান্না চেপে রাখতে পারছি না।’ জ্যাকলিন ফার্নান্দেজ তাঁর টুইটে লিখেন, ‘তিনি একজন আদর্শ। তিনি আমাদের ছেড়ে তাড়াতাড়ি চলে গেলেন। অনেক তাড়াতাড়ি।’ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লিখেন, ‘শ্রীদেবী ম্যাম নেই শোনার পর আমি সত্যিই শোকাহত এবং বিমর্ষ।’
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ শ্রীদেবীর। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।
শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।