সুজ্যেয় শ্যামকে সংবর্ধনা ও কবিতার কনসার্ট

বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুজ্যেয় শ্যামের ‘একুশে পদক ২০১৮’ প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে গণশিল্পী সংস্থা ঢাকা মহানগর। এ উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে গণসংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠসৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যজন খায়রুল আলম সবুজ, শিক্ষাবিদ ড. সুশান্ত দাস, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সহ-সভাপতি মিনা মিজানুর রহমান, আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
গণশিল্পী ঢাকা মহানগর স্কোয়াডের সম্মিলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। একুশে পদকজয়ী সুজ্যেয় শ্যামের সংবর্ধনা পর্বের পর দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হয় লেখক, সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শামসউজজোহার কবিতা কনসার্ট 'স্লোগান'।
দেড় ঘণ্টার এই কনসার্টে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রফিক আজাদ, সৈয়দ শামসুল হক, ভাস্কর চৌধুরী, মুহাম্মদ সামাদ, কামাল চৌধুরী, মুহাম্মদ নুরুল হুদা, রাসেল আশেকীসহ বিভিন্ন কবির একাধিক কবিতার পাশাপাশি স্বরচিত কবিতা পরিবেশন করেন শামসউজজোহা।
কবিতা কনসার্টে শামসউজজোহার একক আবৃত্তির সাথে মনোমুগ্ধকর সরোদের যুগলবন্দীতে দর্শকদের মুগ্ধ করেন সরোদবাদক শামীম জহির এবং কণ্ঠ সংগীতে ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী মাকসুরা আখতার অন্তরা।