দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ আসছে আজ
শ্রীদেবী মারা গেছেন শনিবার, মৃতদেহ দেশে ফেরার কথা ছিল রোববার। কিন্তু আইনি জটিলতায় আটকে গেছে সেই প্রত্যাবর্তন। তবে সব আইনি বিষয় মিটিয়ে বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ ভারত পৌঁছবে আজ সোমবার বিকেল নাগাদ। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়ায় গতকাল শ্রীদেবীর মরদেহ ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি।
খালিজ টাইমসের খবরে বলা হয়, দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ফরেনসিক অ্যাভিডেন্স এখনো ময়নাতদন্তের প্রতিবেদন পরিবারের কাছে জমা দেয়নি। ফলে শ্রীদেবীকে ভারতে ফিরিয়ে নিয়ে যেতে দেরি হচ্ছে। অন্যদিকে গালফ নিউজ জানাচ্ছে, দুবাই পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গতকাল বিকেলের মধ্যে তৈরি না হওয়ায় সৃষ্টি হয়েছে এই বিলম্বের। দেশে ফিরিয়ে আনার পর আজই হয়ে যেতে পারে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া।
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্বের জানান দেন শ্রীদেবী। এরপর চাঁদনি, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন। নায়িকা হিসেবে গড়ে তোলেন এক অনন্য কীর্তি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ বলিউডে তাঁকে স্বতন্ত্র স্থান দেয়। সমালোচকদের মতে, শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম।
শ্রীদেবীর প্রকৃত নাম শ্রী আম্মা ইয়ানগার আয়াপান হলেও চলচ্চিত্র দুনিয়ায় শ্রীদেবী নামেই পরিচিতি পান তিনি। যদিও তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে মুক্তি পায় শ্রীদেবী অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘মম’। ২০১৩ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন এই অভিনেত্রী।