সুপার শেফের গ্র্যান্ড ফিনালে প্রচার হবে সরাসরি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/26/photo-1519640577.jpg)
এনটিভিতে আবারও শুরু হয়েছে রান্না নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা-দি ডেইলি স্টার সুপার শেফ ২০১৮। গত ১৭ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনি ও রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘এখন পর্যন্ত অনুষ্ঠানের চারটি পর্ব প্রচারিত হয়েছে। গত চার সিজনের মতো এবারও বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা।’
গতবারের তুলনায় এবারের আয়োজনের বিশেষ পার্থক্য আছে কি না জানতে চাইলে ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন,‘টেকনোলোজি আরো উন্নত করার চেষ্টা আমরা করেছি। গতবার আমাদের কোনো উপস্থাপক ছিলেন না। এবার আমরা সেলিব্রেটি উপস্থাপক সামিয়া সাইদকে নিয়েছি।’
ওয়াহিদুল ইসলাম শুভ্র আরো বলেন, ‘এর আগে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আমরা রেকর্ড প্রচার করেছি। এ ছাড়া আমাদের কোনো পর্ব সরাসরি প্রচারিত হয় না। কিন্তু এবার সুপার শেফের গ্র্যান্ড ফিনালে সরাসরি প্রচার করা হবে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।’
এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন তারিক আনাম খান, নাফিজ ইসলাম লিপি ও র্যাডিসন হোটেলের নির্বাহী শেফ জেড আর্চডিকন।
এ ছাড়া অনুষ্ঠানের শেষ দুই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন কলকাতার জনপ্রিয় রন্ধনশিল্পী সুদীপা চ্যাটার্জি। অন্যদিকে, প্রতিযোগীদের প্রশিক্ষক হিসেবে আছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি।
প্রতিবারের মতো এবারও রূপচাঁদা-দি ডেইলি স্টার সুপার শেফ ২০১৮-এর চ্যাম্পিয়ন ১০ লাখ টাকা, প্রথম রানার আপ পাঁচ লাখ টাকা ও দ্বিতীয় রানার আপ তিন লাখ টাকা পাবেন। আর প্রতিযোগিতার ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।