কেএলএমের শুভেচ্ছাদূত জয়া
কেএলএম এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হলেন নায়িকা জয়া চৌধুরী। গতকাল বিকেলে ঢাকার একটি রেস্টুরেন্টে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন। কেএলএম এয়ারলাইন্সের ডিরেক্টর বিজে ডেভিস চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর মিস্টার ববি ও ক্যাপ্টেন মিলন। আগামী তিন বছর এই এয়ারলাইন্সের পক্ষে ঢাকা ও নেদারল্যান্ডসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
জয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার অনেক ভালো লাগছে এমন একটি এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হতে পেরে। আমি একসময় ইংলিশ মিডিয়াম স্কুলে শিশুদের পড়াতাম, কিন্তু ছোটবেলা বিমানবালা হওয়ার ইচ্ছে ছিল। অভিনয়ের ব্যস্ততার জন্য তা আর হয়ে ওঠেনি। এখন কেএলএম এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।’
জয়া আরো বলেন, ‘আগামী মাসে আমাকে নেদারল্যান্ডসে যেতে হবে। সেখানে তিন মাসে এক মাস থাকতে হবে। এ সময় এই কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেব।’
ক্যাপ্টেন মিলন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই কেএলএমের সঙ্গে কাজ করছি। বিভিন্ন দেশ থেকে আমরা কোম্পানির জন্য শুভেচ্ছাদূত নিচ্ছি। জয়া চৌধুরীর সঙ্গে আমাদের সম্প্রতি দেশের বাইরে দেখা হয়, তখনই আমরা উনাকে নিয়ে চিন্তা করি। গতকাল আমরা উনার সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম। আশা করি, আমাদের এয়ারলাইন্সকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জয়া ভূমিকা রাখবেন।’