শ্রীদেবীর মৃত্যুতে বনি-অর্জুন দ্বন্দ্বের অবসান
অর্জুন কাপুরের মা মোনা শোউরি কাপুর জীবিত থাকতেই শ্রীদেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বনি কাপুর। এমনকি মোনার অসুস্থ হওয়া এবং মারা যাওয়ার পরও সেখানে হাজির হননি বনি। ফলে বাবা-ছেলের মধ্যে একটি অঘোষিত দ্বন্দ্ব সেদিন থেকে শুরু হয়। তবে ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, শ্রীদেবীর মৃত্যুতে বনি-অর্জুন দ্বন্দ্বের অবসান ঘটেছে।
কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধুর মতে, ‘প্রকাশ্য কোনো শত্রুতা ছিল না, তবে এক ধরনের অবহেলা ছিল। ছোট থেকে বড় হওয়ার পথে অর্জুন যে অবহেলার মুখোমুখি হয়েছে, তা কখনো ভুলতে পারেনি এবং এ জন্য তাঁর বাবাকেও কোনোদিন ক্ষমা করতে পারেননি। যখন অর্জুনের মা অসুস্থ হন এবং মারা যান, তখন বনি তাঁর প্রথম পক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন না। এটাকেও স্বাভাবিকভাবে নিতে পারেননি অর্জুন। এটা তাঁকে বড় ধরনের আঘাত দেয়।’
কিন্তু শ্রীদেবীর মৃত্যু বদলে দিয়েছে সব সমীকরণ। শ্রীদেবীর মৃত্যুতে শুটিং বাতিল করে দুবাই গিয়েছিলেন অর্জুন। শেষকৃত্যেও হাজির হয়েছিলেন তিনি। কাপুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধুটি আরো বলেন, “শ্রীদেবীর মৃত্যুর পর অনিল কাপুর, সঞ্জয় কাপুর ও অর্জুন ছিলেন বনির জন্য বড় তিনটি স্তম্ভ। বাবার পাশে থাকার জন্য অর্জুন বিপুল শর্মার ‘নমস্তে কানাডা’ ছবির শুটিংও বাতিল করেছেন।”
১৯৮৩ সালে মোনা শোউরি কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বনি কাপুর। প্রথম স্ত্রীর ঘরে অর্জুন কাপুর ছাড়াও আনসুলা নামের একটি কন্যাসন্তান হয় বনির। ১৯৯৬ সালের ২ জুন শ্রীদেবীর সঙ্গে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন বনি কাপুর। জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের জন্ম হয় বনি-শ্রীদেবীর ঘরে।