‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং শেষ হচ্ছে আজ
আজ শুক্রবার উত্তরার দিয়াবাড়ীতে একটি গানের শুটিং করছেন অভিনেতা নিরব ও নবাগতা তানহা। এই গানের দৃশ্যধারণের মাধ্যমে ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শেষ হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির নৃত্যপরিচালক জাকির হোসেন। ছবিটি পরিচালনা করছেন রফিক শিকদার।
ছবির গল্পে দেখা যাবে, রুদ্রের সঙ্গে নীলাঞ্জনার প্রেম। কিন্তু ধর্মে রুদ্র মুসলিম আর নীলাঞ্জনা হিন্দু। তাদের প্রেম মেনে নেয় না গ্রামের মানুষ। বিয়ে হয়ে যায় নীলাঞ্জনার। এতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে রুদ্র।
ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হয়ে গেলেও একটি গানের দৃশ্যায়ন বাকি ছিল। আজ শুটিং শেষ হওয়ার পর দ্রুত ছবিটি সেন্সরে জমা দেওয়ার ইচ্ছা পরিচালকের।
এ প্রসঙ্গে পরিচালক রফিক শিকদার বলেন, ‘ছবিটির এডিটিং-ডাবিং শেষ করেছি কিছুদিন আগে। পুরো ছবি প্রস্তুত, এখন শুধু আজকের গানের অংশটা যোগ করলেই ছবিটি সম্পূর্ণ হবে। আশা করছি, চলতি মাসেই সেন্সরে ছবিটি জমা দিতে পারব।’
এর আগে ছবিটির বেশির ভাগ দৃশ্যের কাজ হয়েছে কক্সবাজারে। সেখানে দুটি গানের শুটিং করা হয়েছে। বাকি গানের শুটিং অনেক আগে থেকেই ঢাকার উত্তরায় করার কথা ছিল।
শুটিং প্রসঙ্গে নবাগত নায়িকা তানহা বলেন, ‘এর আগে বাংলাদেশের অনেক সুন্দর লোকেশনে আমরা শুটিং শেষ করেছিলাম। আমি খুব এনজয় করেছি, আবার অনেক কষ্টও করেছি। কক্সবাজারের বালু অনেক গরম, ওপরে সূর্যের তাপ, বিভিন্ন দিক থেকে আমাদের ওপর আলো ফেলা হয়েছিল। গরমে মনে হচ্ছিল, সেদ্ধ হয়ে যাব। এই ছবির মাধ্যমে দর্শককে যদি এতটুকু আনন্দ দিতে পারি, সব কষ্ট সার্থক হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
‘ভোলা তো যায় না তারে’ ছবি সম্পর্কে অভিনেতা নিরব বলেন, ‘ছবির গল্পটি অন্য সব ছবির গল্প থেকে আলাদা। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে। এতে রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনা হিন্দু ধর্মাবলম্বী। ছবিতে আমি রুদ্র চরিত্রে অভিনয় করেছি। নীলাঞ্জনার ভূমিকায় দেখা যাবে তানহাকে। কাজটি খুব এনজয় করেছি। আশা করছি, ছবিটি সবারই ভালো লাগবে।’