নারী দিবসে আনুশকার টুইট

বিশ্ব নারী দিবস আজ। গোটা বিশ্বে একযোগে পালিত হচ্ছে দিনটি। নারী দিবস পালনে পিছিয়ে নেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, পৃথকভাবে নারী দিবসের শুভেচ্ছা টুইটারে জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি।
আনুশকা শর্মা তাঁর বার্তায় লিখেন, ‘প্রতিটি পদক্ষেপ আলাদা হয় যখন আপনি বিশ্বাস করেন, কোনো কিছু শক্তিশালী এবং তা আপনার পক্ষে। এটা তাৎক্ষণিকভাবে দেখা দেবে না, কিন্তু এর ফল একটা ঢেউ তুলবে, যার একটি প্রভাব রয়েছে। সকল নারী, যাঁরা যা বিশ্বাস করেন, সেটা নিয়ে যুদ্ধ করছেন, আশা ছাড়বেন না। শুভ নারী দিবস।’
আনন্দ এল রায়ের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আনুশকা শর্মা। অন্যদিকে, বর্তমানে ছুটিতে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাই চলমান নিদাহাস ট্রফিকে দেখা যাবে না তাঁকে।