ভ্যারাইটি ম্যাগাজিনের তালিকায় দীপিকা পাডুকোন
বলিউডে যদি সেরা নায়িকাদের তালিকা করা হয়, তাহলে সে তালিকার বেশ ওপরের দিকেই থাকবেন দীপিকা পাডুকোন। বলিউড দুনিয়ায় তাঁর এ রকম প্রভাবের স্বীকৃতিও মিলেছে হাতেনাতে। নারী দিবস উপলক্ষে ভ্যারাইটি ম্যাগাজিন তৈরি করেছে ‘ইন্টারন্যাশনাল উইমেন্স ইমপ্যাক্ট রিপোর্ট’। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, সেখানে ৫০ জন প্রভাবশালী নারীর তালিকায় হলিউড তারকাদের পাশাপাশি স্থান পেয়েছেন ‘পদ্মাবত’খ্যাত এই তারকা।
ভ্যারাইটি ম্যাগাজিন তাদের প্রতিবেদনে দীপিকা সম্পর্কে লিখে, “সম্প্রতি মুক্তি বলিউড ব্লকবাস্টার ছবি ‘পদ্মাবত’-এর তারকা, যিনি তাঁর ছবির কারণে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন থেকে হুমকির শিকার হয়েছেন। পাড়ুকোনের বাবা প্রকাশ একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। পাড়ুকোন মডেলিংয়ের আগে ব্যাডমিন্টন খেলতেন। এখন তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী এবং বলিউডে যিনি নিজের জায়গা পাকা করেছেন ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেসের’ মতো ছবি দিয়ে। গত বছর হলিউডে ‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেস’ দিয়ে হলিউডেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তিনি একজন জনহিতৈষী। ‘লিভ লাফ লাভ’ ফাউন্ডেশন নামে তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে, তারা মানসিক অসুস্থতা নিয়ে কাজ করে।”
দীপিকা এই সম্মান পেয়ে তাঁর টুইটারে লিখেছেন, ‘গৌরবান্বিত ও সম্মানিত বোধ করছি এই জায়গায় থাকতে পেরে। ভ্যারাইটিকে ধন্যবাদ।’ দীপিকার এই পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনেক ভক্ত। দীপিকা ছাড়াও সে তালিকায় আরো রয়েছেন ‘ওয়ান্ডার উইমেন’খ্যাত তারকা গেল গেডট, ডেইজি রিডলে, নিকোল কিডম্যান ও সালমা হায়েক।