সিঙ্গাপুরে যাচ্ছেন ওমর সানী
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওমর সানী। আগামী বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন তাঁর ছেলে ফারদিন এহসান।
হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওমর সানী। গত মঙ্গলবার তাঁর হৃৎপিণ্ডে একটি রিং পরানো হয়েছে। তবে এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফারদিন এহসান।
ফারদিন এহসান বলেন, ‘বাবা এখন সুস্থ আছেন। বাসায় বিশ্রাম নিচ্ছেন। বাবার পুরো স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার অথবা শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশে আমরা রওনা দেব।’
গত সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁর হৃৎপিণ্ডে তিনটি ব্লক আছে। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন।
ওমর সানীর হৃৎপিণ্ডে আরো দুটি রিং লাগাতে হতে পারে। তবে সেটা দুই কিংবা তিন মাস পরে করলেও হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন ওমর সানী। জনপ্রিয়তা ধরে রেখেছেন আজও। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। শুধু নায়ক নয়, খলনায়ক হিসেবেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সমালোচকরা।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘চাঁদের আলো’, ‘কুলি’, ‘এই নিয়ে সংসার’, ‘আত্ম অহংকার’, ‘মহৎ’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ ইত্যাদি।