শাকিব-অপুর বিচ্ছেদ
দেনমোহর ও জয়ের কী হবে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/12/photo-1520845830.jpg)
আজ বিবাহ বিচ্ছেদ কার্যকর হলো ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের। পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী আজ বিবাহ বিচ্ছেদ কার্যকর হলেও ছেলে জয় ও অপু বিশ্বাসের দেনমোহরের টাকা পেতে অপুকে মামলা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।
এ বিষয়ে হেমায়েত হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বিবাহ বিচ্ছেদ কার্যকর হলেও দাবি আদায়ের জন্য শাকিব খানের বিরুদ্ধে মামলা করতে হবে অপু বিশ্বাসের। আজ আমাদের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ কার্যকর হলেও দুটি বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। যেমন শাকিব-অপুর ছেলে জয় কার কাছে থাকবে? বিচ্ছেদ হলেও আট বছর পর্যন্ত সন্তান মায়ের কাছে থাকার কথা। যদি তাই হয় সেক্ষেত্রে সন্তানের ভরণপোষণ করতে হবে শাকিব খানকে। আরেকটি বিষয় আছে বিবাহের দেনমোহর। দেনমোহরের টাকা অপু বিশ্বাসকে দিতে হবে শাকিব খানের। কবে- কীভাবে এসব টাকা পরিশোধ করবেন, তা আদালত নির্ধারণ করবেন। তার আগে অপু বিশ্বাসকে এসব দাবি আদায়ের জন্য শাকিব খানের নামে মামলা করতে হবে।’
গত বছরের ডিসেম্বরে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পঠানো হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে সিটি করপোরেশনে ১৫ জানুয়ারি হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়। সেদিন শুধু অপু বিশ্বাস সিটি করপোরেশনে যান। শাকিব খান তখন থাইল্যান্ডে একটি ছবির গানের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। দ্বিতীয়বার ১২ ফেব্রুয়ারি তাঁদের ডাকা হলে শাকিব খান ও অপু বিশ্বাস দুজনে অনুপস্থিত থাকেন। আজ ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য তাঁদের আবারও ডাকা হয়েছিল। কেই উপস্থিত না হওয়ায় বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।
গত বছর এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পর গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু। তখন থেকেই শাকিবের সঙ্গে অপুর দ্বন্দ্ব শুরু হয়। যা পরে তালাকানামা পাঠানো পর্যন্ত গড়ায়।