পিছিয়ে গেল শাকিব-বুবলীর নতুন ছবি
পরিচালক কাজী হায়াৎ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে হৃদরোগজনিত কারণে ভর্তি হয়েছেন। যে কারণে পিছিয়ে গেল শাকিব খান ও শবনম বুবলীর নতুন ছবি ‘আমার স্বপ্ন আমার দেশ’। ছবিটি পরিচালনা করার কথা ছিল কাজী হায়াতের। চলতি মাসের ২৩ তারিখ ছবির মহরত ও শুটিং শুরু হওয়ার কথা ছিল ছবিটির। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, “দুদিন আগে পরিচালক কাজী হায়াৎ সাহেব যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা উনার সঙ্গে যোগাযোগ করেছি। চিকিৎসা শেষ করে দেশে ফিরতে মাসখানেক সময় লাগবে। যে কারণে আমরা শাকিব ও বুবলীর ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবির শুটিং পিছিয়েছি। আগামী ২৩ তারিখ যে মহরত ও শুটিং করার কথা, তা এখন পিছিয়ে দিতে হচ্ছে।”
কবে থেকে শুরু হবে ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবির শুটিং—জানতে চাইলে সেলিম খান বলেন, ‘এখনই আমরা সঠিক তারিখ বলতে পারছি না। তবে সবকিছু গুছিয়ে রেখেছি। হায়াৎ সাহেব সুস্থ হয়ে দেশে ফিরলে শাকিব খানের শিডিউল মেলাতে হবে। সব মিলিয়ে আমরা নতুন তারিখ ঠিক করব।’
২০০৪ সালে কাজী হায়াতের হৃৎপিণ্ডে চারটি রিং পরানো হয়। ঠিক এক বছর পর ২০০৫ সালে ‘ওপেন হার্ট সার্জারি’ করা হয়। আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি হাসপাতালে ভর্তি হন তিনি।
‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি। তা ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই নির্মাতা। চলচ্চিত্র ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এরই মধ্যে তিনি ৪৯টি ছবি নির্মাণ করেছেন। সুস্থ হয়ে ফিরে তার ৫০তম চলচ্চিত্র ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবির শুটিং শুরু করার কথা রয়েছে।