গোলাপি প্রিয়া প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/14/photo-1521025627.jpg)
এক ভ্রুর নাচনে ইন্টারনেটে ঝড় তুলেছেন প্রিয়া প্রকাশ ভাররিয়ার। ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে তাঁর বিরুদ্ধে মামলা করা হলেও থেমে থাকেননি তিনি। এরপর বিভিন্ন ভিডিও ও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে চলেছেন প্রিয়া প্রকাশ। সম্প্রতি উডপেকার ফটোগ্রাফি ও দিভা ওমেন্স ক্লথিং স্টোরের উদ্যোগে আবারও নতুন একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।
জুম টিভির খবরে প্রকাশ ১৮ বছর বয়সী প্রিয়া প্রকাশকে দেখা গেছে গোলাপী ও কালো রঙের পোশাকে। সেসব ছবি তিনি শেয়ার দিয়েছেন ইনস্টাগ্রামে। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। আর প্রিয়ার এমন জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন করণ জোহর। রোহিত শেঠীর পরিচালনায় ‘সিমবা’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে বলিউড অভিষেক হতে যাচ্ছে প্রিয়ার।
তবে এ ব্যাপারে এখনো প্রিয়ার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রিয়া এখনো ব্যস্ত তাঁর আসন্ন মালায়াম চলচ্চিত্র ‘অরু আদার লাভ’-এর শুটিং নিয়ে। ছবিটির ‘মানইয়াকা মালারায়া পুভি’ গানে তাঁর অভিব্যক্তি দিয়ে রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় বিখ্যাত হয়ে যান প্রিয়া।