বাবাকে নিয়ে গান গাওয়ার কারণ জানালেন ঐন্দ্রিলা
ঐন্দ্রিলা আহমেদ। দেশের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর আর একটি বড় পরিচয় হলো কিংবদন্তী অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে তিনি।
অভিনেত্রী হিসেকে বেশি পরিচিতি পেলেও ছোটবেলা থেকে গান গাইতেন ঐন্দ্রিলা। অনেক নাটক ও চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন তিনি।
তবে প্রথমবারের মতো বাবাকে নিয়ে একটি গানে কন্ঠ দিয়েছেন ঐন্দ্রিলা। গানের শিরোনাম ‘উত্তরসূরি’। গানটির সুর যৌথভাবে করেছেন মুরাদ নূর ও ঐন্দিলা নিজেই।সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি স্টুডিওতে গানটির রেকর্ড করেন ঐন্দিলা।
বাবাকে নিয়ে গান গাওয়ার কারণ জানতে চাইলে এনটিভি অনলাইনকে ঐন্দ্রিলা বলেন, ‘বাবা সবসময় চাইতেন আমার কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। আমি সেই চেষ্টাই করছি। বাবার ইচ্ছার কারণে আবারও অভিনয়ে ফিরেছি। বাবার উত্তরসূরি তো আমি। গত জানুয়ারির এক রাতে বাবাকে খুব মিস করছিলাম তখন উত্তরসূরি শিরোনামে একটা কবিতা লিখি।ফেসবুকে কবিতাটি পোস্টও করেছিলাম। পরবর্তীতে কবিতাটির সুর আমি করি।’
ঐন্দ্রিলা আরও বলেন, “মুরাদ নূর অনেক আগেই আমাকে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমি করিনি কারণ তিনি সবসময় ফোক গান করতে পছন্দ করেন। কিন্তু উত্তরসূরি কবিতাটি পড়ার পর যখন তিনি আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন তখন আমি রাজি হয়ে যাই। এর কারণ একমাত্র বাবা। বাবাকে নিয়েই গানটি লিখেছি।তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই‘উত্তরসূরি’ লিখেছি।”
আসছে বাবা দিবসে গানটি প্রকাশ করবেন বলে জানান ঐন্দ্রিলা আহমেদ।