হাসপাতালে ঊর্মিলা
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন।
গতকাল শনিবার সকালে তাঁর কিডনিতন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। এখনো তিনি শঙ্কামুক্ত আছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী রকেট।
রকেট আরো বলেন, ‘ঊর্মিলা আপু এখন সুস্থ আছেন। তাঁর কিডনিযন্ত্রে পাথর ছিল। তবে চিকিৎসক বলেছেন, আপুর আরো একটি অস্ত্রোপচার করতে হবে। সেটা দুই কিংবা তিন দিন পর করা হবে বলে জানিয়েছেন। সবাই আপুর জন্য দোয়া করবেন।’
গত বৃহস্পতিবার উত্তরার একটি শুটিং হাউসে সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শিকল’ ধারাবাহিক নাটকের শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরেন ঊর্মিলা। এরপর তাঁর দুই সহশিল্পী অপূর্ব ও শবনম ফারিয়া তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। একক ও বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।বর্তমানে বিভিন্ন চ্যানেলে তাঁর অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।