মঞ্চ আর সার্কাসে সময় দিচ্ছেন মুনমুন
চলচ্চিত্রে নয়, মঞ্চেই ব্যস্ত সময় পার করছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। আগামী পয়লা বৈশাখ পর্যন্ত চলবে এই ব্যস্ততা। তবে তার মানে এই নয়, তিনি চলচ্চিত্রে আর আগ্রহী নন। ভালো গল্পের ছবি পেলে অবশ্যই কাজ করবেন বলে জানালেন মুনমুন।
এনটিভি অনলাইনকে মুনমুন বলেন, ‘শীতের শুরু থেকে মঞ্চের অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। সারা বছরই এই সময়টার জন্য অপেক্ষা করি। কারণ, এ অনুষ্ঠানের কারণে আমার সারা দেশ ঘোরা হয়ে যায়। আমি অনেক ঘুরতে পছন্দ করি। আগামীকাল যাচ্ছি লালমনিরহাট। সেখানে শো করব। আগামী পয়লা বৈশাখ পযন্ত চলবে এই ব্যস্ততা।’
মঞ্চে কোন ধরনের অনুষ্ঠানে অংশ নেন—জানতে চাইলে মুনমুন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। সেখানে যাত্রাপালা যেমন হয়, আবার সাকার্সও দেখানো হয়। আমি অবশ্য যাত্রাপালায় যাই না, অনেক আগে দুটি যাত্রাপালায় গিয়েছিলাম, সেখানকার পরিবেশ ভালো নয়, যে কারণে যাত্রা পালায় যাওয়া হয় না। আমি যাই সার্কাসে। সার্কাস খেলাটাও উপভোগ করি। তারা যেমন বিভিন্ন পশু নিয়ে খেলা দেখান, তেমনি তাদের ছোট ছোট বাচ্চা খেলা দেখায়, পুরো বিষয়টি উপভোগ করার মতো।’
সার্কাসে গিয়ে কী করেন—উত্তরে মুনমুন বলেন, ‘আমি সবার সঙ্গে কথা বলি। আমার পুরোনো ছবির ডায়ালগ বলি। সেখানে যে দর্শক থাকেন, তারা আমার কাছে জানতে চায়, আমি কেন এখন অভিনয় করছি না, আমি বাংলাদেশের মেয়ে কি না। এমন অনেক বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়, আমার ছবির কোনো একটা গানের সঙ্গে নাচ শুরু করলে দর্শকই নাচতে থাকেন। তাঁরা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সম্মান করেন। শুধু আমি নই, চলচ্চিত্রের অনেক শিল্পী মিলে গ্রুপ করে আমরা যাই।’
মুনমুন আরো বলেন, ‘একসময় এই অনুষ্ঠানগুলোতে দিলদার ভাইয়েরা যেতেন। এখন পরিবেশটা আরো উন্নত হয়েছে। যে কারণে চলচ্চিত্রের অনেক শিল্পীই এমন অনুষ্ঠানে যান। এর মধ্যে মিশা ভাই, অমিত হাসান, শাকিল খানসহ আরো অনেক শিল্পীই মিলে আমরা এসব অনুষ্ঠান করে থাকি।’
চলচ্চিত্রে কাজ করছেন না কেন—জানতে চাইলে মুনমুন বলেন, ‘এখন কিছু ছবিতে কাজ করছি। কিন্তু গতানুগতিক ছবিতে কাজ করতে চাই না। ভালো গল্পের ছবি হলে কাজ করতে আগ্রহী, অন্যথায় চলচ্চিত্রে কাজ করব না।’