আলোকচিত্রী মুনিরের পাশে নায়ক জায়েদ খান
মৃত্যুর সঙ্গে লড়ছেন চলচ্চিত্রের স্থিরচিত্রগ্রাহক মোহাম্মদ মুনিরুদ্দিন মুনির। বিএফডিসিতে তিনি পরিচিত ছিলেন ‘কালা মুনির’ হিসেবে। গত ছয় মাস তিনি কিডনি রোগে ভুগছেন। ‘অর্থাভাবে বিনা চিকিৎসায় আলোকচিত্রী মুনির’ শিরোনামে গতকাল সোমবার এনটিভি অনলাইনে খবর প্রকাশের পর তাঁর চিকিৎসার উদ্যোগ নেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান।
খবরটি প্রকাশের পর নায়ক জায়েদ খান এনটিভি অনলাইনে ফোন করেন। তিনি বলেন, ‘মুনির ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি কিছুদিন আগে শুনেছিলাম তিনি অসুস্থ, কিন্তু এতটা অসুস্থ আমি জানতাম না। এমন চলচ্চিত্রপাগল মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু হতে পারে না। আমি আগেই উনাকে দেখতে যেতাম, কিন্তু কিছুদিন দেশের বাইরে থাকায় আর হয়ে ওঠেনি। এখন আমি উনাদের সঙ্গে দেখা করব এবং উনার চিকিৎসার ব্যবস্থা করব।’
এনটিভি অনলাইনের প্রতিনিধিকে নিয়ে গতকাল সোমবার বিকেলে জায়েদ খান শিল্পী সমিতির অফিসে বসেই ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে এই হাসপাতালের একটি চুক্তি রয়েছে। তারই আওতায় স্থিরচিত্রগ্রাহক মুনিরের চিকিৎসা হবে বলে জানান জায়েদ খান।
মোহাম্মদ মুনিরুদ্দিন মুনির ১৯৮৬ সাল থেকে চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পরিচালক এহতেশামের সঙ্গে কাজ করেছেন। কিছুদিন আগে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিতেও কাজ করেছেন তিনি।