শুটিং সেটে আহত আলিয়া

কয়েক দিন আগেই বেশ জাঁকজমকভাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে জন্মদিন পালন করা হলো আলিয়া ভাটের। কিন্তু দুদিন যেতে না যেতেই সে আনন্দ ম্লান হয়ে গেছে। কারণ, হঠাৎ করেই আহত হয়েছেন আলিয়া। মুম্বাই মিরর ও ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, একটি মারকুটে দৃশ্যের শুটিং করতে গিয়ে কাঁধে আঘাত পান আলিয়া।
আলিয়ার মুখপাত্র তাঁর আঘাত সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, শনিবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আলিয়া। তাঁর ছবির শুটিংয়ের সময়সূচি ব্যস্ততায় ঠাসা এবং প্রতিটি দৃশ্যই অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। এ দুর্ঘটনাটা আমাদের দুদিন পিছিয়ে দিল। তবে আমাদের কাছে আলিয়ার সেরে ওঠাটা সবচেয়ে আগে। তাঁকে এখন হাতের নড়াচড়া কম করতে বলা হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি ছবির মারকুটে দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে পারছেন না তিনি। আর এই উপদেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কাঁধের তেমন কোনো সমস্যায় ভুগতে না হয়।’
আলিয়া ভাট ছাড়াও ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অমিতাভ বচ্চন ও মৌনী রায়। বর্তমানে ছবির শুটিং চলছে বুলগেরিয়ায়। ছবিটির পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। তাঁর ফ্যান্টাসি ত্রয়ীর প্রথম খণ্ড হিসেবে নির্মিত হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। যা পরের বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।