দুই রণবীরের সঙ্গে বিশ্বভ্রমণে দীপিকা-আনুশকা

শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বলিউড তারকাদের অসংখ্য ভক্ত। ভারতের মাটিতে ভক্তদের সঙ্গে প্রায় দেখা হলেও প্রবাসীদের সঙ্গে বলিউড তারকাদের সরাসরি দেখা সম্ভাবনা খুবই কম। আর এই সম্ভাবনা বাড়িয়ে দিতে নিয়মিত আয়োজন করা হয় ‘দ্য ড্রিম টিম ট্যুর’ এবং ‘দাবাং ট্যুরের’।
ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, এ রকমই একটা ট্যুরের অংশ হতে যাচ্ছেন বলিউডের দুই রণবীর—রণবীর সিং ও রণবীর কাপুর। আর তাঁদের সঙ্গে থাকছেন দীপিকা পাডুকোন ও আনুশকা শর্মা।
ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিকের একটি সূত্র জানায়, ‘দুটি শো (দ্য ড্রিম টিম ট্যুর ও দাবাং ট্যুর) প্রমাণ করেছে বলিউড তারকাদের জনপ্রিয়তা কতদূর পর্যন্ত বিস্তৃত। তাই এই ধরনের শোগুলো আয়োজন করতে আগ্রহী হয়ে উঠছেন আয়োজকরা।’
সূত্রটি আরো জানায়, ‘নতুন ট্যুরের কোনো কিছুই এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক হয়নি। অবশ্যই সবকিছু লিখিতভাবে সম্পন্ন করা হবে। আয়োজকরা চাইছেন, এ বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে ট্যুরটি আয়োজন করতে। দুই রণবীর ও দীপিকা-আনুশকার মতো বড় এবং ব্যস্ত নামগুলোকে ট্যুরটির জন্য বিবেচনা করা হচ্ছে। তাঁদের ডেট পেতে কিছুটা সময় লাগতে পারে।’
তবে আনুষ্ঠানিকভাবে এখনো রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা ও আনুশকার পক্ষ থেকে জানানো হয়নি কিছুই। তবে যদি সত্যিই এই ট্যুরটি বাস্তবায়ন হয়, তবে তা সমানভাবে পাল্লা দেবে ‘দ্য ড্রিম টিম ট্যুর’ এবং সালমানের ‘দাবাং ট্যুরের’ সঙ্গে।