মহান স্বাধীনতা দিবসে এনটিভির বিশেষ আয়োজন
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিশেষ সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রচারিত নাটক ‘আজ পূরবীর দিন’। চলুন জেনে নিই, আগামীকালের আয়োজনে আরো কী কী অনুষ্ঠান দেখানো হবে।
সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গানে’
সকাল ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গানে’র একটি বিশেষ পর্ব। অনুষ্ঠানের বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন শিল্পী বুলবুল মহলানবিশ।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘উত্তরের ক্ষেপ’
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘উত্তরের ক্ষেপ’। শওকত আলীর উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। ছবিটিতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আনোয়ারা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, চিত্রলেখা গুহ, তুষার, খলিল, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ।
বিশেষ নাটক ‘পাণ্ডুলিপি’
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পাণ্ডুলিপি’। রাজিব দের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটিতে অভিনয় করেছেন আলী যাকের, ড. এনামুল হক, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, উজ্জ্বল মাহমুদ, নাফিজা প্রমুখ।
বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ ও নারী’, সরাসরি
এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ ও নারী’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন শাকিলা মতিন মৃদুলা। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী শাহীন সামাদ, আবৃত্তিশিল্পী তামান্না ডেইজী, নারী মুক্তিযোদ্ধা বকুল মোস্তফা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রোকাইয়া হাসিনা। মুক্তিযুদ্ধে নারীর প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ও অবদান নিয়েই সাজানো হয়েছে এই অনুষ্ঠান।
বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্না ঘোষ, ওমর আয়াজ অনি, রিমি করিম, এ টি এম রাসেল, মনির হোসেন, রবিন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, পূরবী আবার ফিরে এসেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে পূরবীর আশ্রয় হয়েছিল পুনর্বাসন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাহত সব নারীকে বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধি দিয়েছিল, কিন্তু সমাজ? যেখানে পূরবীর পরিবার মনে করত তাকে ঘরে ফেরত নিয়ে গেলে সমাজে মুখ দেখানো যাবে না। আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসে ছিল! সেও মুখ ফিরিয়ে নিল? অগ্যতা পূরবী আরো এমন মানুষদের সঙ্গে পাড়ি জমিয়েছিল ইউরোপের একটি দেশে। অনেক সময় পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। অথচ আজ দিনগুলো কী বিষণ্ণ? পূরবী তার ছোটবেলার বাড়িটার সামনে এসে দাঁড়ায়। তার মনে অনেক প্রশ্ন। আপন মানুষগুলো কেন তাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিল সেদিন?
বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। ১৯৪৭ থেকে ১৯৭১ সালের বিভিন্ন সময়ে ধারণকৃত স্থিরচিত্রের মাধ্যমে সেই সময়ের গল্প তুলে ধরা হবে। যে গল্পের মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছিল।