ভক্তকে নিজের জামা উপহার দিলেন অমিতাভ
অমিতাভ বচ্চনের বাসভবন জলসার সামনে প্রায়ই ভিড় লেগে থাকে ভক্তদের। তবে গত রোববার ভিড়টা ছিল একটু বেশিই। সম্প্রতি হাসপাতাল থেকে ফিরেছেন অমিতাভ।
তাই প্রিয় তারকাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন ভক্তরা। তবে সব ভক্ত তাঁকে দূর থেকে দেখলেও একজন ভক্তের সুযোগ হয়েছে অমিতাভের বাসভবনের ভেতরে ঢোকার এবং তাঁকে কাছ থেকে দেখার। শুধু তাই নয়, মুম্বাই মিররের খবরে প্রকাশ, সেই বিশেষ ভক্তকে জামাকাপড়ও উপহার দিয়েছেন তিনি।
এ ব্যাপারে নিজের ব্লগে অমিতাভ লিখেন, ‘আমি সেখানে হেঁটে গিয়েছি এবং তাঁদের স্বাগত জানিয়েছি। তাঁরাও আমার ফিরে আসাটাকে স্বাগত জানিয়েছেন এবং আমি তাঁদের সুযোগ করে দিয়েছি তাঁদের ভালোবাসা প্রকাশের। তবে আমি ভেবে পাই না, কী তাঁদেরকে প্রতি রোববার আমার বাসার সামনে টেনে আনে। কোনো কারণ ছাড়াই তাঁরা আমার বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে, শুধু তাঁদের উদ্দেশে আমি হাত নাড়ব এবং তাঁদের সামনে দাঁড়াব। এটাই।’
নিজের বিশেষ ভক্ত সম্পর্কে অমিতাভ লিখেন, ‘প্রতি রোববারই আমার কাছে বিশেষ, তবে এবারের রোববার আমার কাছে অন্যসব রোববারের থেকেও বেশি আলাদা। সেটার জন্য একটা কারণ অবশ্য আছে। বিকেলে আসা ভক্তদের মধ্যে এমন একজন যুবক ছিল, যে শারীরিকভাবে প্রতিবন্ধী। আমি তাকে ভেতরে নিয়ে আসার জন্য বললাম। সে তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তার চোখেমুখে আনন্দের ছাপ দেখা গেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তার কী প্রয়োজন? সে তার টি-শার্টের দিকে ইঙ্গিত করে জানায়, তার কাপড়ের প্রয়োজন। আমি তাকে আমার নিজের জামাকাপড় থেকে তাকে কয়েকটা কাপড় দিলাম। সে আমার কাপড়গুলো নিল এবং আমি তাকে বাসায় পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে দিই।’
বর্তমানে বিশ্রামে রয়েছেন অমিতাভ। শারীরিক অবস্থার উন্নতি হলেই তিনি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজে যোগ দেবেন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আমির খান, ফাতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে অমিতাভ বচ্চনের ‘১০২ নট আউট’ ছবিটি। ছবিতে একসঙ্গে দেখা যাবে অমিতাভ ও ঋষি কাপুরকে। যেখানে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুজন।