জন্মদিনে কী করছেন শাকিব খান?
আজ চলচ্চিত্র তারকা শাকিব খানের জন্মদিন। এই দিনেও শুটিং করছেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে চলছে ‘সুপার হিরো’ ছবির শেষ দৃশ্যের শুটিং। এতে অংশ নিচ্ছেন তিনি। ‘সুপার হিরো’ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান।
জন্মদিন নিয়ে শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘জন্মদিনটিকে আসলে আলাদাভাবে ভাবার সুযোগ নেই। এখন চট্টগ্রামে শুটিং করছি। আসলে এখন বিশ্রাম বা উৎসব করার সময় নয়, মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, যে চলচ্চিত্রের জন্য আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সেই চলচ্চিত্রের জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছি। আমি শিল্পী হিসেবে দর্শকদের জন্য ভালো ছবি উপহার দিতে চাই। সে চেষ্টাই করে যাচ্ছি। আগের চেয়ে ছবির সংখ্যা কমে গেছে, কারণ দর্শকদের ভালো লাগবে এমন ছবিতে কাজ করার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কাজ করতে পারি।’
ছবির পরিচালক আশিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা সকাল থেকেই শুটিং করছি। ১৬ তলা সমান একটি পরিত্যক্ত জাহাজে ছবির শেষ মারামারির শুটিং করছি। অনেক বেশি পরিশ্রম করছে আমাদের পুরো ইউনিট। শাকিব খান সকাল থেকেই শুটিং করছেন।’
কবে শেষ হবে এই পর্যায়ের শুটিং—জানতে চাইলে আশিক বলেন, ‘আজ বিকেল পর্যন্ত শাকিব খানসহ শুটিং করব, তার পর তিনি একটু ঢাকায় যাবেন, আবার রাতেই চট্টগ্রাম ফিরে আসবেন। আগামীকাল শুটিং করলেই আমাদের এই পর্যায়ের কাজটি শেষ হবে।’
শুটিং স্পটে জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা থাকছে কি না—জানতে চাইলে আশিক বলেন, ‘আমরা আসলে গত রাতে কেক কেটেছি, এখন শুটিং করছি। আমাদের সুপারস্টার বিকেলে ঢাকায় যাবেন, সেখানে যাওয়ার আগে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে।’
গত ২৫ জানুয়ারি থেকে একটানা ২০ দিন এই ছবির শুটিং হয় অস্ট্রেলিয়ায়। হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
শাকিব খানের সঙ্গে ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।