সত্যেন সেন গণসংগীত উৎসব শেষ হচ্ছে আজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/30/photo-1522403651.jpg)
কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী সত্যেন সেন গণসংগীত উৎসবের শেষ দিন আজ। গত বুধবার থেকে শুরু হওয়া উৎসবটির উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। ঐক্যের সুরে সাম্যের গান বাঁধার প্রত্যয় নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শুরু করে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০১৮’।
উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন গোলাম মোহাম্মদ ইদু। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। এরপর পরিবেশিত হয় গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের সৃষ্টি ‘শঙ্খচিল’ গানের নৃত্যরূপ। উদীচীর নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘শঙ্খচিল’ শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষকে মুগ্ধ করে। এটির নৃত্যরূপ দিয়েছেন ভারতের নৃত্যগবেষক, পরিচালক ড. মহুয়া মুখার্জি। শেষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবং ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী ও এবারের উৎসবের আমন্ত্রিত অতিথি বিমল দে।
স্বাগত বক্তৃতা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। এরপর এই ভূখণ্ডের প্রথিতযশা গণসংগীতশিল্পীদের জীবন ও কর্ম নিয়ে উদীচী কেন্দ্রীয় সংসদ প্রকাশিত সংকলন ‘গণসংগীতের গণনায়কেরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গণসংগীতের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অধিকার বোধ জাগ্রত করা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়ায় অনুপ্রেরণা দিয়েছেন এমন ১৭ জন গুণী মানুষের জীবন ও কর্ম নিয়ে লেখা প্রবন্ধ স্থান পেয়েছে এ সংকলনে।
গণসংগীতে অবদান রাখার জন্য সত্যেন সেন গণসংগীত উৎসবের উদ্বোধনীতে ৫০ জনকে সম্মাননা জানানো হয় ।