শংকামুক্ত বাপ্পী
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাপ্পী চৌধুরী। তবে এখন তিনি শংকামুক্ত আছেন বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন আলোকচিত্রী রিয়াজ আহমেদ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে দেশের জনপ্রিয় এই চিত্র নায়কের।
দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুল রহমান মারুফ, আলোকচিত্রী রিয়াজ আহমেদ এবং আওয়ামী লীগ নেতা শেখ কামরুল হাসান তোবাসহ আরো অনেকেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দেখার জন্য বাপ্পী কাল ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানান শেখ কামরুল হাসান।
দুর্ঘটনাটি প্রসঙ্গে শেখ কামরুল হাসান বলেন, ‘কাল বাপ্পী নিজেই গাড়ি চালিয়েছেন। রাস্তায় তাঁর সামনের একটি গাড়ি অ্যাকসিডেন্ট করে। ঠিক তখন আর একটা গাড়িকে সাইড দিতে গিয়েই একটা বড় গাছের সঙ্গে ধাক্কা খায় বাপ্পীর গাড়ি। এরপর একটা খালে গাড়িটা পড়ে যায়। বাপ্পী শরীরের বেশকিছু জায়গায় আঘাত পান। দুর্ঘটনার পর কোনো কিছুই মনে করতে পারছিলেন না তিনি। এরপর তাঁকে আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। প্রয়োজনীয় চিকিৎসা শেষ হলে আজ সকালে হাসপাতাল থেকে শেখ মারুফের বাসায় তাঁকে আনা হয়েছে। এখন তিনি সেখানে বিশ্রামে আছেন। শরীরের তাঁর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।’
বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়কদের মধ্যে অন্যতম বাপ্পী চৌধুরী। ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে ঢালিউডে তাঁর অভিষেক হয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘সুলতানা বিবিয়ানা’, ‘অনেক সাধের ময়না’, ‘আই ডোন্ট কেয়ার’ ইত্যাদি।