চলচ্চিত্র দিবসের জন্য চলছে প্রস্তুতি

আগামীকাল ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার চলচ্চিত্র পরিবার জাতীয় চলচ্চিত্র দিবস আলাদা করে পালন করছে। এফডিসিতে চলছে তাদের মহড়া। আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএফডিসি। যদিও তাদের আলাদা কোনো অনুষ্ঠানের মহড়া বা প্রস্তুতি নিতে দেখা যায়নি।
চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের সবকটি সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। এবারই প্রথম চলচ্চিত্র দিবসে একসাথে থাকছে না বিএফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র শিল্পী এবং কলাকুশলীদের সংগঠন।
চলচ্চিত্র দিবসে চলচ্চিত্রের সংগঠনগুলো কোন ধরনের আয়োজন করছে জানতে চাইলে জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমারা সকালে জাতীয় পতাকা ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। এরপর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাব। এরপর আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এদিকে চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে বিএফডিসিতে কয়েকদিন ধরেই চলছে শিল্পীদের নাচের মহড়া। এসব গানের কোরিগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল। এ ছাড়া রয়েছেন মাইকেল বাবু ও রতন।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে এফডিসিতে নাচের মহড়া করা হলেও, আজ সকাল থেকেই শুরু হয়েছে এই মহড়া। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নাচ পরিবেশন করবেন শিল্পীরা। নাচের মহড়ায় অংশ নিচ্ছেন রোজিনা-সাইফ খান, নিপুণ, পপি, জায়েদ খান, সাইমন সাদিক-মাহিয়া মাহি, জয় চৌধুরী-রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবির, আসিফ নূর-মিষ্টি জান্নাত, শিপন মিত্র, শিরিন শিলাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।