জ্যাকলিনের ইনস্টাগ্রামে সালমানের ছবি
শুরুর দিকে বলিউডে নিজের অবস্থান কিছুটা নড়বড়ে হলেও সালমানের বিপরীতে ‘কিক’ ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজের অভিনয় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ‘রেস-৩’ ছবির মাধ্যমে আবার একসঙ্গে পর্দায় আসতে যাচ্ছেন তাঁরা, যার শুটিং চলছে দুবাইতে। সেখানে একটি হোটেলে নিজের তোলা সালমান খানের একটি ছবি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন জ্যাকলিন। আর মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।
জিনিউজের খবরে প্রকাশ, ছবিটিতে সালমানকে দেখা যায় একটি কালো রঙের গেঞ্জিতে। যেখানে হাত দুটো হোটেলের জানালার কাছের ওপর ধরে রয়েছেন তিনি। আর তাতেই পেশিবহুল সালমানের একটি ঝলক দেখা গেছে ছবিটিতে। ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘ব্যাক টু দ্য রেস, অর্থাৎ ফিরে এলাম রেসে।’
এর আগে গোটা শুটিং ইউনিট ছিল ব্যাংককে। আবুধাবিতে শুটিং শেষে গোটা শুটিং ফিরে আসবে মুম্বাইতে। সেখানেই হবে ছবির চূড়ান্ত অংশের শুটিং। সালমান-জ্যাকলিন ছাড়াও ‘রেস-৩’ ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ এবং নেতিবাচক চরিত্রে থাকছেন সাকিব সেলিম। ঈদকে কেন্দ্র করে চলতি বছরের ১৫ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।