প্রেক্ষাগৃহে মাহি-পরী মুখোমুখি

এই প্রজন্মের নায়িকাদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছেন মাহিয়া মাহি ও পরী মণি। দুজনের দুটি নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। মাহির চলচ্চিত্রের নাম ‘পলকে পলকে তোমাকে চাই’ আর পরী অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ ছবিতে।
‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহি অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। ‘স্বপ্নজাল’ ছবিতে পরী মণির হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নবাগত ইয়াশ রোহানের। ছবিটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।
শাহনেওয়াজ শানু এনটিভি অনলাইকে বলেন, ‘আগামীকাল ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন সারা দেশে পোস্টার ও ব্যানার পাঠানো হচ্ছে। আমরা প্রায় ৮০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছি। এখনো কিছু সিনেমা হলের সঙ্গে কথা চলছে। সিনেমা হলের সঠিক সংখ্যাটা আগামীকাল বলতে পারব।’
ছবিটি নিয়ে কতটা আশাবাদী—জানতে চাইলে শানু বলেন, ‘আমি মনে করি, দর্শক সিনেমা হলে যায় সুন্দর পরিপূর্ণ গল্পের একটি ছবি দেখতে। এই ছবিতে আমি তা দেওয়ার চেষ্টা করেছি। গল্পের পাশাপাশি সময় উপযোগী মেকিং দর্শকদের আকর্ষণ করবে। তা ছাড়া অনেক দিন পর বাপ্পী-মাহি জুটির ছবি মুক্তি পাচ্ছে। বাংলাদেশে ডিজিটাল ছবির জগতে তাঁরাই প্রথম এবং সফল জুটি। ‘ভালোবাসার রং’ ছবি দিয়ে তাঁরা চলচ্চিত্র যাত্রা শুরু করেন, সেই থেকে দর্শক তাঁদের পছন্দ করেন। যে কারণে আমি একটু বেশিই আশাবাদী।’
‘স্বপ্নজাল’ ছবি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমার ছবিটি ২০টির মতো সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আগামীকাল মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, সবার কাছে ছবিটি ভালো লাগবে।’
কম হলে কেন মুক্তি পাচ্ছে—জানতে চাইলে সেলিম বলেন, ‘আমরা চাইলেই তো আর বেশি সিনেমা হলে ছবি মুক্তি দিতে পারব না। যে সিনেমা হল ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, তাদের ছবি দিয়েছি। আবার এমন কিছু সিনেমা হল আছে, যারা নিতে চেয়েছে, কিন্তু আমরা দিতে চাইনি। যে কারণে সিনেমা হলের সংখ্যাটা কম।’
‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি প্রযোজনা করেছে ‘সোনারতরী ফিল্মস’। আর ‘স্বপ্নজাল’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ অংশে ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস।