সালমানের কারাবাসে ক্ষতি এক হাজার কোটি রুপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/05/photo-1522926687.jpg)
১৯৯৮ সালে যোধপুরের কঙ্কানি এলাকায় ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংকালে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে বলিউড তারকা সালমান খানকে দোষী সাব্যস্ত করছেন যোধপুরের আদালত। ভারতের বন্যপ্রাণী আইনের ৯-এর ৫১ ধারায় সালমানকে পাঁচ বছর কারাবাস দেওয়া হয়েছে। এই কারাবাস কার্যকর হলে বলিউডের ক্ষতি হতে পারে প্রায় এক হাজার কোটি রুপি। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, সালমানের হাতে মোট ছবি রয়েছে চারটি। আর সালমান মানেই বক্স-অফিসে বড় হিট। বক্স-অফিস সংশ্লিষ্টদের দাবি, সালমানের এই চারটি ছবি মুক্তি পেলে বলিউড আয় করবে প্রায় এক হাজার কোটি রুপি। চলুন, এক নজরে দেখে নিই সালমানের কারাবাস হলে পড়বে ক্ষতির মুখে যে ছবিগুলো।
রেস-৩
ঈদে সালমানের ছবি মানেই ব্লকবাস্টার হিট। এর আগে ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘সুলতান’ ছবিগুলো সেটারই ইঙ্গিত দেয়। সে ধারাবাহিকতায় চলতি বছরের ঈদকে কেন্দ্র করে ১৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘রেস-৩’। নতুনভাবে ঢেলে সাজানো এই সিরিজের তৃতীয় খণ্ডটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রেমো ডি সুজা। এখনো ছবিটির চূড়ান্ত অংশের শুটিং বাকি রয়েছে। আর বলিউড-সংশ্লিষ্টদের ধারণা, রেস সিরিজের গত দুই ছবির বক্স-অফিস সংগ্রহকে ছাড়িয়ে যাবে। তাঁরা ধারণা করছেন, ছবিটি বক্স-অফিসে আয় করতে পারে প্রায় ২৫০ কোটি রুপি।
ভারত
আলি আব্বাস জাফরের পরিচালনায় সালমানের ছবি মানেই ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করা। যা এরই মধ্যে ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে প্রমাণ করেছেন সালমান। তার ওপর বাড়তি পাওনা হিসেবে ছিল ঈদের সময় ছবিটির মুক্তি। তাই বলিউড সংশ্লিষ্টদের ধারণা ছিল, এবারও ছবিটির আয় ছাড়াবে ৩০০ কোটি। কোরিয়ান চলচ্চিত্র ‘ওডে টু মাই ফাদার’ ছবির ভারতীয় সংস্করণ হিসেবে নির্মিত হতে যাচ্ছে ভারত।
দাবাং-৩
বক্স-অফিসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বেশ দাপুটে ছিল সালমানের ‘দাবাং-৩’। শুধু তাই নয়, তাঁর চুলবুল পান্ডে চরিত্রটি একটি আলাদা জায়গা করে নিয়েছিল ভক্তদের হৃদয়ে। ২০১৯ সালে দাবাং নিয়ে আবারও ফেরার কথা ছিল সালমানের। পাণ্ডুলিপির কাজও প্রায় শেষের দিকে। ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রভুদেবার হাতে। বলিউড সংশ্লিষ্টদের ধারণা, বিগত দুটি পর্বের জনপ্রিয়তায় ছেড়ে ছবিটি অনায়াসে ৩০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারত।
কিক-২
সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে কিক ছবির দ্বিতীয় খণ্ড ‘কিক-২’ নিয়ে ২০১৯ সালের বড়দিনে ফেরার কথা ছিল সালমানের। সালমান-জ্যাকলিনের রসায়ন নিয়ে বেশ আশাবাদীও ছিল বলিউড বক্স-অফিস। বলিউড সংশ্লিষ্টদের ধারণা ছিল, বক্স=-অফিসে ছবিটির সম্ভাব্য আয় হতে পারত ২৫০ কোটি রুপি।