পুরস্কার কেলেঙ্কারি
দুঃখ প্রকাশ করেছেন ‘নিয়তি’র প্রযোজক
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বরাবর চিঠি দিয়েছেন ‘নিয়তি’ ছবির জাজ মাল্টিমিডিয়া কথিত প্রযোজক, এ এইচ খান এন্টারটেইনমেন্টের কর্ণধার আনিসুর রহমান। গতকাল বুধবার পাঠানো ওই চিঠিতে প্রযোজক কথা বলেছেন ‘নিয়তি’ ছবির জাতীয় পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে। চিঠিটি জাজের পক্ষ থেকে এনটিভি অনলাইনকেও পাঠানো হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর শ্রেষ্ঠ নৃত্যপরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবের নাম ঘোষণার পরপরই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এর কারণ যে ছবির কারণে এই পুরস্কার, সেই ‘নিয়তি’ ছবিতে কাজই করেননি মোহাম্মদ হাবিব। আর এ কথা হাবিব নিজেই স্বীকার করেছেন এনটিভি অনলাইনের কাছে। তিনি এও বলেন, কে বা কারা তাঁর নাম ওই ছবির অন্তর্ভুক্ত করেছেন, সেটাও তিনি জানেন না। বিষয়টি নিয়ে প্রচার-প্রচারণায় প্রযোজক থাকা জাজ মাল্টিমিডিয়ার কাছে গেলে তাঁরা বলে দেন, এই ছবির প্রযোজক তাঁরা নন। যদিও ছবি মুক্তির আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠান, এমনকি জাজের নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রযোজক হিসেবে সব জায়গাতেই তাঁদের নাম রয়েছে। কোথাও আনিসুর রহমানের নাম নেই। তারপরও জাজের দাবি, আনিসুর রহমানই এই ‘নিয়তি’র প্রযোজক।
এনটিভি অনলাইনের পক্ষ থেকে আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ছবিতে তিনি শুধু টাকা দিয়েছেন, কার নাম কীভাবে যুক্ত হয়েছে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে গত বুধবার সেন্সর বোর্ডকে পাঠানো চিঠিতে আনিসুর রহমান কথা বলেছেন ভিন্ন সুরে। তিনি সেখানে অনুরোধ করেন, ‘নিয়তি’ ছবির আরেক নৃত্যপরিচালক ইমদাদুল হক খোকনকে যেন এই জাতীয় পুরস্কার দেওয়া হয়। তবে সে জন্য খোকনকেই প্রমাণ করতে হবে তিনি ‘নিয়তি’তে কাজ করেছেন। খোকনের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো চুক্তি হয়নি। আনিসুর রহমান বলেন, ‘নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন নিয়তি ছবিতে তাঁর কাজ করার সাপেক্ষে যদি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন, হাতে নৃত্যপরিচালক হিসেবে পুরস্কারটি তাঁকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
অন্যদিকে, নৃত্যপরিচালক হাবিবের নাম অন্তর্ভুক্তি নিয়ে আনিসুর রহমান দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি।’
ওই চিঠিতে আনিসুর রহমান বলেছেন, তাঁর প্রতিষ্ঠান দুজন নৃত্যপরিচালক ইমদাদুল হক খোকন ও মোহাম্মদ হাবিব কারো সঙ্গেই কোনো লিখিত চুক্তি করেনি। চুক্তি না করে কীভাবে যৌথ প্রযোজনার (ভারত অংশের প্রযোজন এস কে মুভিজ) ছবি নির্মিত হলো, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যৌথ প্রযোজনার ছবি হিসেবে ‘নিয়তি’তে কাজ করেছেন ভারতের নৃত্যপরিচালক জয়েশ প্রধান। তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল কি না, সে ব্যাপারে কিছু বলা হয়নি চিঠিতে।
আর ‘ঢাকাই শাড়ি’ শিরোনামের যে গানের নৃত্য পরিবেশনের জন্য ‘নিয়তি’ পুরস্কার পয়েছে, সেই গানটিতে হাবিব তো কাজ করেনইনি, খোকনও করেননি। এই্ গানের নৃত্যপরিচালনা করেছেন জয়েশ প্রধান, এমনটাই এনটিভি অনলাইনকে জানান ছবির পরিচালক জাকির হোসেন রাজু।
খোকন নৃত্য নির্দেশনা দিয়েছেন ভিন্ন একটি গানে। এখন আনিসুর রহমানের অনুরোধ অনুযায়ী যদি খোকনকে ২০১৬ সালের শ্রেষ্ঠ নৃত্যপরিচালক হিসেবে ঘোষণা দিতে হয়, তাহলে পুরস্কার কমিটিকে আমলে নিতে হবে অন্য গানটিকে। বাদ দিতে হবে প্রথম নির্বাচিত গানটি (ঢাকাই শাড়ি)। এখন পুরস্কার কমিটি আনিসুর রহমানের দাবি মানবে, না পুরস্কার বাতিল করবে, সেটা সময় হলেই জানা যাবে। তবে যৌথ প্রযোজনার ছবিতে এভাবে চুক্তি না করে, কাজ না করিয়েই নাম অন্তর্ভুক্ত করার বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে মনে করে এফডিসিভিত্তিক চলচ্চিত্র পরিবার।