মুক্তি পেয়েছে ‘দেহ স্টেশন’-এর গান

আহমেদ তাহসিন শামসের ‘দেহ স্টেশন’ চলচ্চিত্রটি মুক্তির আগেই অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিটির গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, তানজির তুহিন, শামায়লা বেহরোজ রহমান। গানের কথা লিখেছেন আহমেদ তাহসিন শামস, ইশতিয়াক ফয়সাল ও নীল কামরুল।
এ চলচ্চিত্রে রয়েছে মোট তিনটি গান। ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু বিহনে’ এবং তুহিনের কণ্ঠে ‘সত্য মিথ্যার কুণ্ডলী’ দুটি সম্পূর্ণ নতুন গান। শামায়লা গেয়েছেন হংস দাস বাউলের বিখ্যাত সৃষ্টি ‘শ্যাম অঙ্গে রাই’।
‘সত্য মিথ্যার কুণ্ডলি গানটি শ্রোতা সাধারণকে স্বতঃস্ফূর্তভাবে উপহার দেওয়ার মতো একটি গান’- বলেন তুহিন।
ফাহমিদা নবী তাঁর গান সম্পর্কে বলেন, ‘বন্ধু বিহনে গানটি বিরহ-প্রেমের গান, যার কথাগুলো বিভিন্ন চরিত্রের দৃষ্টি থেকে দেখা যেতে পারে।’
‘এ হলো নিশিকন্যাদের আলো-আঁধারি জীবনের প্রতিচ্ছবি’, সম্পূর্ণ সাদাকালো ছবি নির্মাণের পেছনের গল্পটি জানালেন ছবির গল্পকার ও পরিচালক আহমেদ তাহসিন শামস। তিনি আরো বলেন, ‘বাচনে, শিল্পে, চরিত্র আর নকশায় নতুনত্ব নিয়ে খেলতে গিয়েই ছবিটির সৃজন।’
এটি এক নিশিকন্যা আর তার মেয়ে সন্তানের জীবনের গল্প, সমাজে বেঁচে থাকার গল্প। অভিনেত্রী মৌমিতা মিত্র মুঠোফোনে বলেন, ‘এটি আমার বাংলাদেশে প্রথম ছবি। ব্যাগ্রভাবে অপেক্ষা করছি এটি মুক্তি পাওয়ার। এতে যে তিনটি গান রয়েছে সেগুলো বুননে, সুরে ছবিটির মূলকথাটিকে আরো স্পষ্ট করেছে বলে আমি মনে করি।’
মৌমিতা মিত্র (কলকাতা), শাহাদাত হোসেন, এস এম মহসিন, হোসাইন মোহাম্মাদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মাদ ইকবাল হোসেন, ফারহানা ইভা প্রমুখের অভিনয়ে ছবিটি এই বছরের শেষ দিকে মুক্তি পাবে বলে আশা করছেন নির্মাতা।
চলচ্চিত্রের ট্রেইলার পাওয়া যাচ্ছে ইটিউনসের ইউটিউব চ্যানেলে । গানবাংলা টিভি চ্যানেলের পর্দায় দেখা যাচ্ছে ছবিটির মিউজিক ভিডিওগুলো। গান তিনটি শোনা যাচ্ছে রেডিও আমার এফএম ৮৮.৪, রেডিও টুডে এফএম ৮৯.৬, ঢাকা এফএম ৯০.৪ ও রেডিও ধ্বনি এফএম ৯১.২-সহ বিভিন্ন প্রাইভেট রেডিও স্টেশনে।
দেহ স্টেশন চলচ্চিত্রে মৌমিতার জুটি হচ্ছেন শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রের সাফল্যের ক্ষেত্রে নির্মাণশৈলী, চিত্রনাট্য ও সঙ্গীত একত্রে সিঁড়ি হিসেবে কাজ করবে বলে আশা করছি।’