সুন্দরবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চাই : ফেরদৌস
চিত্রনায়ক ফেরদৌস সুন্দরবন নিয়ে চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছেন। চলচ্চিত্রটির প্রাথমিক নাম ঠিক করেছেন ‘শ্বাসমূল’। প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন তিনি। তবে আপাতত চলচ্চিত্রটির শুটিং তিনি শুরু করবেন না বলে জানিয়েছেন।
ছবিটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ফেরদৌস বলেন, ‘সুন্দরবনকে ঘিরে আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। তবে সেটা এখন নয়। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। একটা ভালো সময় বের করে ছবির কাজ শুরু করব। আগামী বছর ছবির শুটিং শুরু করতে চাই।’
এদিকে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ করেছেন ফেরদৌস। এখানে তাঁকে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। এ ছাড়া এই মুহূর্তে আবির খান পরিচালিত ‘পোস্টমাস্টার-৭১’ ছবির শুটিং করছেন ফেরদৌস।
মুক্তিযুদ্ধের ওপর নির্মিত গল্পের এই ছবিটি প্রযোজনাও করছেন ফেরদৌস। এখানে তাঁর সহশিল্পী মৌসুমী। ছবিটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। আগামী বছর ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়া হবে। ফেরদৌস জানিয়েছেন, ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে ঈশ্বরদী ও ময়মনসিংহে।