মেঘ কন্যা নিঝুম রুবিনা
এবার ‘মেঘ কন্যা’ হয়ে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। মিনহাজ অভি পরিচালিত এই ছবিটিতে নিঝুম রুবিনা জুটি বাঁধবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। আগামী সপ্তাহে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নায়িকা রুবিনা।
এ প্রসঙ্গে নিঝুম রুবিনা এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবিটির নামের মতো কাহিনীও বেশ সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। তা ছাড়া এই ছবিটিতে আমি ফেরদৌস ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারে বেশ বড় একটা বিষয়। কারণ আমি এই ছবিতে প্রথমে ২০ বছরের একটি মেয়ের চরিত্রে এবং পরে আবার ১৫ বছর পরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করব। একই ছবিতে দুই বয়সের চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি আশাবাদী ছবিটি আমার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে।’
নায়ক ফেরদৌসের বিষয়ে নিঝুম বলেন, ‘ফেরদৌস ভাই এই ছবিতে যে চরিত্রে কাজ করছেন, সেটা তিনি ছাড়া আর কাউকে মানাবে না। ওনার সঙ্গে আমি এর আগে আমি দুটি ছবিতে কাজ করেছি। কিছুদিন আগে ওনার সঙ্গে ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে কাজ করেছি। এতে অবশ্য তিনি আমার বাবার চরিত্রে কাজ করেছেন। আর ‘মেঘকন্যা’ ছবিতে তিনি আমার বিপরীতে কাজ করছেন। ওনার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি। কারণ উনি প্রত্যেকটা শটের আগে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতেন। ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে তাঁকে ছাড়া আমি একটি শটও দিইনি। আমি গর্বিত ওনার মতো একজন শিল্পীর সঙ্গে একাধিক ছবিতে কাজের সুযোগ পেয়েছি। আপনারা দোয়া করবেন, আমি যেন এই ছবির চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। এই প্রথম আমি কোনো ছবির জন্য আমি গ্রুমিং করছি। কারণ চরিত্রটা আসলেই অনেক কঠিন।’
জানা গেছে, আগামী ৭ নভেম্বর ছবিটির শুটিং শুরু হবে। এই ছবিটি পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।