বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমির উদ্বোধন
দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সিনেমা ও টেলিভিশনশিল্পের সমৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অবদান রাখার উদ্দেশ্য নিয়ে শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমি (BFTA)। আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিএফটিএর কার্যালয়ে অ্যাকাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএফটিএর সম্মানিত উপদেশকমণ্ডলীর অন্যতম প্রখ্যাত অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও গুণী নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। এ ছাড়া বিএফটিএর সকল উপদেশক ও প্রশিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএফটিএর অন্য উপদেশকরা হলেন অধ্যাপক ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চলচ্চিত্রব্যক্তিত্ব এম এ আলমগীর, বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও নন্দিত বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, বন্যা মির্জা, আফরোজা বানু, মৌটুসী বিশ্বাস, ফ্লোরা সরকার, বদরুল আনাম সৌদ, হ্যারল্ড রশীদ চৌধুরী, হাসান শাহরিয়ার, রহমতুল্লাহ তুহিন, এ এইচ এম জুলফিকার রহমান ও কলকাতার প্রখ্যাত মঞ্চ অভিনেতা পার্থ সারথী দেব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফটিএর সিইও আফসানা মিমি এবং বিএফটিএর উদ্দেশ্য তুলে ধরেন বিএফটিএর প্রশিক্ষক ড. বিপ্লব বালা।
অভিনয় বিষয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স দিয়ে বিএফটিএ যাত্রা শুরু করছে। পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র ও টেলিভিশন সংক্রান্ত অন্যান্য বিষয়ের কোর্স চালুর পাশাপাশি বিভিন্ন স্বল্পমেয়াদি কোর্সের আয়োজনও করবে বিএফটিএ। এ ছাড়া বিএফটিএর কর্মপরিকল্পনার মধ্যে গবেষণা, প্রকাশনা ইত্যাদি রয়েছে। আগামী জানুয়ারি ২০১৬ থেকে বিএফটিএর নিয়মিত শিক্ষাকার্যক্রম আরম্ভ হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২১ নভেম্বর থেকে সরাসরি বিএফটিএর কার্যালয় থেকে এবং অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমির কার্যালয় উত্তরার ১২ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৯৪ নম্বর বাড়িতে।