অস্কার ২০১৬
সবার আগে রেভেন্যান্ট, ভাগ্য খুলছে ডি ক্যাপ্রিওর?
গত বছরের কথা। মার্টিন স্করসেসি-লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘ওয়াল স্ট্রিটের নেকড়ে’ কাঁপিয়ে দিচ্ছে হলিউড বক্স-অফিস। অস্কার গুঞ্জনে আভাস, এবারে অস্কারটা পেয়েই যাচ্ছেন লিও! শেষতক টেক্কা মেরে দিলেন আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু, শ্রেষ্ঠত্ব উড়াল দিল ‘পক্ষীমানব’-এর পাখায়। এবারে ‘দ্য রেভেন্যান্ট’ লিওনার্দো ডি ক্যাপ্রিও জোড় বেঁধেছেন ইনারিতুর সঙ্গেই। বরাবরের মতো এবারেও অস্কারে বড় এক প্রশ্ন, এবার কি কপাল খুলছে লিওর?
একাডেমি অব মোশন পিকচার অ্যান্ড সায়েন্স এরই মধ্যে অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করে দিয়েছে। এই পাল্লায় সবচেয়ে এগিয়ে ‘দ্য রেভেন্যান্ট’, ১২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে গেছে ছবিটি। দ্বিতীয় স্থানে ম্যাড ম্যাক্স : ফিউরি রোড, মনোনয়ন ১০ ক্যাটাগরিতে। রিডলে স্কটের ডিরেক্টোরিয়াল রিটার্ন ‘দ্য মার্শিয়ান মনোনয়ন পেয়েছে সাত ক্যাটাগরিতে।
পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা দেখে নিন একনজরে। জল্পনা-কল্পনার আসল খেলা তো এখানেই!
শ্রেষ্ঠ চলচ্চিত্র
১. দ্য বিগ শর্ট
২. ব্রিজ অব স্পাইজ
৩. ব্রুকলিন
৪. ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৫. দ্য মার্শিয়ান
৬. দ্য রেভেন্যান্ট
৭. রুম
৮. স্পটলাইট
সেরা অভিনেত্রী
১. কেট ব্ল্যানচেট (ক্যারল)
২. ব্রি লারসন (রুম)
৩. জেনিফার লরেন্স (জয়)
৪. শার্লট র্যাম্পলিং (ফোরটি ফাইভ ইয়ারস)
৫. সোইর্স রোনান (ব্রুকলিন)
সেরা অভিনেত্রী (পার্শ্ব)
১. জেনিফার জ্যাসন ল্যেই (দ্য হেইটফুল এইট)
২. রুনি মারা (ক্যারল)
৩. র্যাচেল ম্যাকঅ্যাডামস (স্পটলাইট)
৪. অ্যালিসিয়া ভিক্যান্ডার (দ্য ড্যানিশ গার্ল)
৫. কেট উইন্সলেট (স্টিভ জবস)
সেরা অভিনেতা
১. ব্রায়ান ক্র্যানস্টন (ট্রামবো)
২. ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান)
৩. লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)
৪. মাইকেল ফ্যাসবেন্ডার (স্টিভ জবস)
৫. এডি রেডমাইন (দ্য ড্যানিশ গার্ল)
সেরা অভিনেতা (পার্শ্ব)
১. ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট)
২. টম হার্ডি (দ্য রেভেন্যান্ট)
৩. মার্ক রুফালো (স্পটলাইট)
৪. মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইজ)
৫. সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)
শ্রেষ্ঠ পরিচালক
১. অ্যাডাম ম্যাকাই (দ্য বিগ শর্ট)
২. জর্জ মিলার (ম্যাড ম্যাক্স : ফিউরি রোড)
৩. আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
৪. লেনি অ্যাব্রামসন (রুম)
৫. টম ম্যাকার্থি (স্পটলাইট)
সেরা চিত্রনাট্য (অনূদিত)
১. দ্য বিগ শর্ট—চার্লস র্যান্ডলফ, অ্যাডাম ম্যাকাই
২. ব্রুকলিন—নির্ক হর্নবি
৩. ক্যারল—ফিলিস ন্যাগি
৪. দ্য মার্শিয়ান—ড্রিউ গডার্ড
৫. রুম—এমা ডোনা
সেরা চিত্রনাট্য (মৌলিক)
১. ব্রিজ অব স্পাইজ—ম্যাট চারম্যান, এথান কোয়েন, জোয়েল কোয়েন
২. এক্স মেশিনা—অ্যালেক্স গারল্যান্ড
৩. ইনসাইড আউট—পিটার ডক্টার, মেগ লেফভ, জশ কুলি (গল্প : পিটার ডক্টার, রোনি ডেল কারম্যান)
৪. স্পটলাইট—জশ সিংগার, টম ম্যাকার্থি
৫. স্ট্রেইট আউট্টাহ কম্পটন—জোনাথন হারম্যান, আন্দ্রিয়া বেরলোফ (গল্প : এস ল্যেই সেভিজ, অ্যালান ওয়েঙ্কাস, আন্দ্রিয়া বেরলোফ)
সিনেম্যাটোগ্রাফি
১. এড লাচম্যান—ক্যারল
২. রবার্ট রিচার্ডসন—দ্য হেইটফুল এইট
৩. জন সিল—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৪. ইমানুয়েল লুবেজকি—দ্য রেভেন্যান্ট
৫. রবার্ট ডিকিন্স—সিকারিও
কস্টিউম ডিজাইন
১. স্যান্ডি পাওয়েল—ক্যারল
২. স্যান্ডি পাওয়েল—সিন্ডারেলা
৩. পাকো দেলগাদো—দ্য ড্যানিশ গার্ল
৪. জেনি বেভান—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৫. জ্যাকলিন ওয়েস্ট—দ্য রেভেন্যান্ট
শ্রেষ্ঠ অ্যানিমেশন
১. অ্যানোমালিসা
২. বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড
৪. ইনসাইড আউট
৫. শন দ্য শিপ মুভি
৬. হোয়েন মার্নি ওয়াজ দেয়ার
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
১. অ্যামি
২. কার্টেল ল্যান্ড
৩. দ্য লুক অব সাইলেন্স
৪. হোয়াট হ্যাপেন্ড, মিস সিমোন?
৫. উইন্টার অন ফায়ার : ইউক্রেন’ম ফাইট ফর ফ্রিডম
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)
১. বডি টিম ১২
২. চাউ, বিয়োন্ড দ্য লাইনস
৩. ক্লদ লানজমান : স্পেক্টরস অব দ্য শোয়াহ
৪. আ গার্ল ইন দ্য রিভার : দ্য প্রাইস অব ফরগিভনেস
৫. লাস্ট ডে অব ফ্রিডম
সম্পাদনা/এডিটিং
১. হ্যাংক করউইন—দ্য বিগ শর্ট
২. মার্গারেট সিক্সেল—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৩. স্টিফেন মিরিয়োন—দ্য রেভেন্যান্ট
৪. টম ম্যাকার্ডল—স্পটলাইট
৫. ম্যারিয়ান ব্র্যান্ডন, মেরি জো মার্কি—স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়েকেনস
শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র (ইংরেজি ব্যতীত ভিন্ন ভাষার)
১. এমব্রেস অব দ্য সার্পেন্ট (ফ্রান্স)
২. মাসট্যাং (ফ্রান্স)
৩. সন অব সল (হাঙ্গেরি)
৪. থিব (জর্ডান)
৫. এ ওয়ার (ডেনমার্ক)
প্রোডাকশন ডিজাইন
১. ব্রিজ অব স্পাইজ
২. দ্য ড্যানিশ গার্ল
৩. ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৪. দ্য মার্শিয়ান
৫. দ্য রেভেন্যান্ট
রূপসজ্জা/মেকআপ
১. লেসলি ভ্যান্ডারভল্ট, এলকা ওয়ার্ডেগা, ড্যামিয়ান মার্টিন—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
২. লাভ লারসন, এভা ভন ব্যার—দ্য ওয়ান হান্ড্রেড ইয়াল ওল্ড ম্যান হু ক্লাইম্বড আউট দ্য উইন্ডো অ্যান্ড ডিজঅ্যাপেয়ার্ড
৩. শন গ্রিগ, ডানকান জারম্যান, রবার্ট প্যানডিনি—দ্য রেভেন্যান্ট
আবহসংগীত (মৌলিক)
১. থমাস নিউম্যান (ব্রিজ অব স্পাইজ)
২. কার্টার বারওয়েল (ক্যারল)
৩. ইনিও মোরিকোন (দ্য হেইটফুল এইট)
৪. জন জনসন (সিকারিও)
৫. জন উইলিয়ামস (স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়েকেনস)
সেরা গান (মৌলিক)
১. আর্নড ইট (ফিফটি শেডস অব গ্রে)
২. মান্টা রে (রেসিং এক্সটিংশন)
৩. সিম্পল সং # থ্রি (ইউথ)
৪. টিল ইট হ্যাপেনস টু ইউ (দ্য হান্টিং গ্রাউন্ড)
৫. রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টর)
শব্দ সম্পাদনা/সাউন্ড এডিটিং
১. মার্ক মানজিনি, ডেভিড হোয়াইট—ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
২. অলিভার টার্নি—দ্য মার্শিয়ান
৩. মার্টিন হার্নান্দেজ, লন বেন্ডার—দ্য রেভেন্যান্ট
৪. অ্যালান রবার্ট মারে—সিকারিও
৫. ম্যাথিউ উড, ডেভিড অ্যাকর্ড—স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়েকেনস
সাউন্ড মিক্সিং
১. ব্রিজ অব স্পাইজ
২. ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৩. দ্য মার্শিয়ান
৪. দ্য রেভেন্যান্ট
৫. স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়েকেনস
ভিজ্যুয়াল ইফেক্টস
১. এক্স মেশিনা
২. ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
৩. দ্য মার্শিয়ান
৪. দ্য রেভেন্যান্ট
৫. স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়েকেনস
সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য)
১. বিয়ার স্টোরি
২. প্রোলোগ
৩. সঞ্জয়’স সুপার টিম
৪. উই ক্যান্ট লিভ উইদাউট কসমস
৫. ওয়ার্ল্ড অব টুমরো
স্বল্পদৈর্ঘ্য ছবি (লাইভ অ্যাকশন)
১. এভ মারিয়া
২. ডে ওয়ান
৩. এভরিথিং উইল বি ওকে
৪. শক
৫. স্টাটারার