ভূতের ছবি করছেন সায়মন

প্রচণ্ড শীতের মধ্যে গতকাল রোববার বিএফডিসির পরিচালক সমিতির সামনের বাগানে নায়ক সায়মন হাফপ্যান্ট পরে হাঁটাহাঁটি করছিলেন। চারিদিকে উজ্জ্বল আলো আর সামনে একটি ক্যামেরা। বুঝতেই পারছেন, চরিত্রের প্রয়োজনে এই শৈত্যপ্রবাহের মধ্যেও হাফপ্যান্ট পরে থাকতে হচ্ছে এই অভিনেতাকে। ছবির নাম ‘মায়াবি’, এটি পরিচালনা করছেন আকাশ আচার্য। ছবির শুটি শুরু হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। নায়ক সায়মনের বিপরীতে অভিনয় করছেন নায়িকা আইরিন।
চিত্রনায়ক সায়মন সাদিক এনটিভি অনলাইনকে বলেন, ‘একেবারেই নতুন ধরনের একটা চরিত্রে আমি কাজ করছি। গল্পে দেখা যাবে আমি ভূত অনেক ভয় পাই। এত বেশি ভয় পাই যে, ভাতিজীদের ভূতের গল্প শুনাতে শুরু করি কিন্তু শেষ করতে পারি না। আমি নিজেই ভয়ে কাঁপতে থাকি।’
গতকালের শুটিংয়ে দেখা যায়, রাতে হঠাৎ করে সায়মনের ঘুম ভেঙে যায়। তখন তিনি বাগানে হাঁটতে যান। বাকিটুকু শুনুন নায়কের মুখেই, ‘বাগানে হাঁটার সময় পাশেই কোথাও চিৎকার চেঁচামেচি শুনে আমি ভাবির কোলে উঠে যাই। আমি সাধারণত মায়ের কোলে উঠি। কিন্তু এখন ভাবির কোলে উঠতে হলো, কারণ মা পাশের বাড়ির চেঁচামিচি শুনেই পালিয়েছে। মা জানে এখন আমি দৌঁড়ে আসব, মায়ের কোলে ওঠার জন্য। আমি ভয় পেলেই মায়ের কোলে উঠে পড়ি। আসলে বাচ্চা বাচ্চা একটা চরিত্র, এ ছবিতে শরীরেই শুধু আমি বেড়ে উঠেছি কিন্তু মানসিকভাবে আমি অনেক ছোট।’
ছবির নাম প্রথমে ‘মায়া’ রাখা হলেও এখন নাম হয়েছে ‘মায়াবী’। ‘মায়া’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে আগেই নিবন্ধিত করা আছে, যে কারণে এখন ছবির নাম পাল্টে ‘মায়াবী’ রাখা হয়েছে।
নায়ক সায়মন শুটিংয়ের ফাঁকে বলেন, ‘আমাদের ছবিতে মায়া একটি চরিত্র, যিনি মারা গেছেন এবং তিনি আমার ওপর ভর করেন। এই মায়া চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অমিত হাসান। উনার সঙ্গে এই ছবিতেই আমার প্রথম কাজ। ছবিটি নির্মাণ করা হচ্ছে বিদেশি একটি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে। তবে আমরা কপি টু কপি করছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে ছবির গল্প তৈরি করা হয়েছে। আশা করি দর্শক সিনেমা হল থেকে আনন্দ নিয়ে ফিরবে।’
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বিএফডিসিতে শুটিং চলবে। এরপর আগামী মাসের প্রথম সপ্তাহে নেপালে গানের শুটিং হবে বলে জানিয়েছেন সায়মন।