আনোয়ারা ও আফরোজা বানুর ‘মা’

লাইট-ক্যামেরা-অ্যাকশন, শুরু হলো নতুন চলচ্চিত্রের শুটিং, ছবির নাম ‘মা’। আজ মঙ্গলবার বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে শুরু হলো এই ছবির কাজ। এতে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
ছবিটি পরিচালনা করছেন কালাম কাওসার। তিনি জানান, এই ছবির শুটিং টানা চলবে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। শাকিব ও অপুর দুই মায়ের চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা ও আফরোজা বানু।
ছবির বিষয় ‘মা’ কেন, এমন প্রশ্নের উত্তরে পরিচালক কালাম কায়সার এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ধরনের ছবি এর আগেও একাধিকবার নির্মাণ হয়েছে, তারপরও একই রকম ছবি করছি কারণ বাংলাদেশের দর্শক নিজের গল্পটাই চলচ্চিত্রে দেখতে চায়, তাই। আমার বিশ্বাস এই ছবিতে দর্শক নিজেদের জীবনের অংশই দেখতে পাবে। দু্ই মাকে নিয়ে আমার ছবির গল্প, দর্শকের ভালো লাগবেই।’
ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান শিল্পী আনোয়ারা। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করতে না পারলে নিজেকে অসুস্থ মনে হয়। আবার অভিনয় করার মতো গল্প পাই না।
বেশির ভাগ ছবিতেই মনে হয় ছবির প্রমোশনের জন্য, পোস্টারে ছবি ছাপানোর জন্য আমাদের কাছে অভিনয়ের অফার নিয়ে আসে। ছবির গল্পে বা পরিচালকের কথায় কোনো গভীরতা পাই না। যে কারণে আসলে আগের মতো আর কাজ করা হচ্ছে না। এই ছবির গল্প অনেক সুন্দর, অভিনয় করার অনেক সুযোগ রয়েছে।’
‘মা’ ছবিটি দর্শকদের চাহিদা পূরণ করতে পারবে বলে মনে করেন আনোয়ারা। একই প্রত্যাশা ছবির পরিচালকেরও।