দেশে ফিরেই শাকিব খান শুটিংয়ে

টানা এক মাস শুটিং শেষে গতকাল মঙ্গলবার ভারত থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। একদিন বিরতির পর আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও শুটিং শুরু করছেন তিনি। আগামীকাল শামীম আহম্মেদ রনি পরিচালত ‘বসগিরি’ ছবির শুটিংয়ে অংশ নেবেন শাকিব। ঈদুল আজহায় ছবিটি মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন পরিচালক। ছবিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক রনি।
রনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামীকাল থেকেই ছবির শুটিং শুরু করব। টানা ছবির কাজ শেষ করার চিন্তা রয়েছে। আশা করি, আমরা ছবির কাজটি সুন্দরভাবে শেষ করতে পারব।’
‘বসগিরি’ ছবিটিতে নায়িকা অপু বিশ্বাসের কাজ করার কথা ছিল। কিন্তু তিনি ছবিটি করার জন্য শারীরিকভাবে প্রস্তুত নন, তাই শেষ পর্যন্ত নিজেই সরে দাঁড়িয়েছেন। তাহলে এখন শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা চেয়েছিলাম অপুদি এই চরিত্রে কাজটি করুক। কিন্তু এখনো শারীরিকভাবে ফিট নন বলে ছবিটি করছেন না। আমরা অনেক মেয়েকেই দেখছি। নতুন-পুরোনো অনেকের সঙ্গেই কথা হয়েছে কিন্তু নায়িকা হিসেবে কাকে চূড়ান্ত করব তা এখনই বলতে পারছি না। আগামী ১৪ তারিখ আমরা নতুন নায়িকার নাম ঘোষণা করব। এরই মধ্যে বাকি সব চূড়ান্ত হয়ে যাবে।’