শেষ হলো ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ ছবির শুটিং
ড্যানি সিডাক পরিচালিত চলচ্চিত্র ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’-এর শুটিং শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার পুবাইলে ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ হয়।
এই ছবির মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। ২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবি ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’। মুনমুন ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা ও রত্না।
মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও তাদের সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে এর গল্প গড়ে উঠেছে।
ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা রত্না বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা, যে কারণে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে আমার আলাদা আবেগ রয়েছে। এই ছবিতে আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ের চরিত্রে অভিনয় করছি। যেটার সঙ্গে আমার আবেগ ও ভালোবাসা জড়িত। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে। আর এই ছবিটি থেকে নতুন প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে জানতে পারবে।’
ছবির আরেক অভিনেত্রী সুচরিতা বলেন, ‘সরকারি অনুদানের ছবি মানেই বাড়তি আগ্রহ। কারণ একাধিক বিজ্ঞজন ছবিটির গল্প দেখে ছবিটি নির্বাচন করেন। সেই সঙ্গে ছবিটি নির্মাণ করছেন আমারই সহ-অভিনেতা ড্যানি সিডাক। এরই মধ্যে ছবির শুটিং শেষ করলাম। আশা করি দর্শকরা তথ্যনির্ভর একটি ছবি দেখতে পাবেন।’
অভিনেতা ড্যানি সিডাকের প্রযোজনা ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর আগে ‘সংগ্রামী হিরো’ ও ‘জীবন্ত লাশ’ নামের দুটি ছবি পরিচালনা করেছেন ড্যানি সিডাক।
পরিচালক ড্যানি সিডাক বলেন, ‘এর আগে আমি দুটি ছবি বানিয়েছি, যা দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করি এই ছবিও গ্রহণ করবেন।’
চলচ্চিত্রটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান। অন্যান্য ভূমিকায় রয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলীরাজ, মিজু আহমেদ, আফজাল শরীফ, ডলি জহুর প্রমুখ। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড্যানি সিডাক নিজেই।