তারকার প্রিয় অ্যাপ
ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি এলভিনের
এ সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তাসনুভা এলভিনের নিত্যসঙ্গী স্মার্টফোন। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন তিনি। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এলভিন জানিয়েছেন তাঁর প্রিয় কিছু অ্যাপ ও গেমের কথা।
ইনস্টাগ্রাম
যদিও আমি ফেসবুক অনলাইনে বেশি থাকি, তবে সামাজিক যোগাযোগ করার জন্য আমার প্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। এর পেছনে কারণ রয়েছে বেশ কিছু। আমি ফেসবুক অনেক দিন ধরে ব্যবহার করছি, কিন্তু ইনস্টাগ্রামে কয়েক মাস ধরে আছি। মজার ব্যাপার হলো, ইনস্টাগ্রামে আমার ফেসবুকের চেয়েও ফলোয়ার বেশি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতে আমার বেশি মজা লাগে। অন্যদিকে, ভক্তদের সঙ্গে কাজের খবরও অনেক শেয়ার করতে পারি।
প্রিয় গেমিং অ্যাপ
আমি ক্যান্ডি ক্রাশ খেলতে খুব পছন্দ করি। শুটিংয়ের অবসরে কিংবা শুটিংয়ের ফাঁকে ক্যান্ডি ক্রাশ খেলতে আমার খুব মজা লাগে। তবে গেমিং অ্যাপগুলোর প্রতি তুলনামূলক আমার আকর্ষণ কম। গেম খেলব, এটা নির্ভর করে আমার মন-মেজাজের ওপর।
স্ন্যাপচ্যাট
বেশ কিছুদিন ধরে স্ন্যাপচ্যাটে ছবি শেয়ার করতে আমার দারুণ লাগছে। আমি কখন কী করছি, সব মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে সঙ্গে সঙ্গে স্ন্যাপচ্যাটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি। বেশি ভালোলাগার ব্যাপার হলো, কেউ যদি ছবি ডাউনলোড করে স্ন্যাপচ্যাটে, এটা বোঝা যায়। এ ছাড়া স্ন্যাপচ্যাটে ভিডিও শেয়ার করা যায়।