নতুন মুখ নিয়ে আসছেন জাকির হোসেন রাজু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/10/photo-1428661698.jpg)
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত নতুন একটি ছবির মহরত হবে আজ বিকেল ৫টায় ঢাকার মগবাজারে শ্রুতি স্টুডিওতে। এই ছবিতে গতকাল ৯ এপ্রিল চুক্তিবদ্ধ হয়েছেন নবাগত আসিফ নুর ও শিরিন শিলা।
নতুনদের নিয়ে কাজ করার বিষয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘এখন চলচ্চিত্রের অবস্থা অনেক ভালো। কিছুদিন আগে যেমন অবস্থা ছিল বাংলাদেশের চলচ্চিত্র সেখান থেকে উঠে এসেছে। নতুন অনেক ছেলেমেয়ে কাজ করছে। কেউ পরিচালনা করছে, আবার অনেকে অভিনয় করছে। তবে আমি মনে করি কমপক্ষে পাঁচ জোড়া নতুন ছেলেমেয়ে দরকার আমাদের চলচ্চিত্রের জন্য। সবাই যদি শুধু স্টার নিয়ে কাজ করতে চায়, তাহলে স্টার বানাবে কে? আমি চাই আরো যারা কাজ করছে তারা সবাই যদি সচেতনভাবে নতুনদের জায়গা করে দেয়, তাহলে শিল্পী-সংকট অনেকটাই কমে আসবে।আর আমরা গল্প অনুযায়ী চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীও খুঁজে পাব সহজে।’
নায়িকা শিরিন শিলা বলেন, ‘আমার ভাবতেই ভালো লাগছে যে জাকির হোসেন রাজুর মতো গুণী পরিচালকের ছবিতে কাজ করতে যাচ্ছি। আসলে রাজু স্যারের মুভিটা একেবারেই অন্যরকম। অসাধারণ রোমান্টিক একটি ছবি হতে যাচ্ছে। ছবিতে রোমান্স যেমন আছে, তেমনি অ্যাকশনও আছে। এর আগে আমি ওয়াজেদ আলী সুমন, মুশফিকুর রহমান গুলজার স্যারের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি।এবার জাকির হোসেন রাজু স্যারের ছবিতে কাজ করার সুযোগ পেলাম। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি।’
পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘ছবিটির নাম এখনো ঠিক করিনি। চিত্রনাট্য লেখা শেষ হলেই ছবিটির নাম ঠিক করব।’