‘তরুণ তুর্কি’তে আমি সাধারণ একটি ছেলে : জোভান
অভিনেতা ফারহান আহমেদ জোভান নিজের ক্যারিয়ারের ব্যাপারে অনেক সচেতন। খুব বুঝেশুনে নাটক এবং বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। কাজের গতিতে বেশ এগিয়েও চলেছেন তিনি। পাচ্ছেন দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তা। একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন জোভান। এনটিভিতে জোভান অভিনীত ‘তরুণ তুর্কি’ ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত ।
নাটকটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে জোভান বলেন, ‘তরুণ তুর্কি’তে আমি সাধারণ একটি ছেলের চরিত্রে অভিনয় করেছি। মাদ্রাসার ছাত্র থাকি। আমার পোশাক, চলাফেলা সবকিছুই অতি সাধারণ। এই ধরনের একটি চরিত্রে অভিনয় করে বেশ লেগেছে আমার। চরিত্রটিতে অভিনয়ের অনেক জায়গা আছে।’
তারকাবহুল নাটকটিতে জোভান ছাড়াও আরো অভিনয় করেছেন এফ এস নাঈম, নোভা, তৌসিফ মাহবুব, এ্যালেন শুভ্র, স্পর্শীয়া, সিয়াম আহমেদ, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, সামিরা খান মাহি, মনিরা মিঠু, সাবেরি আলম, খালেকুজ্জামান, কাজী উজ্জল, হিন্দোল রয়, শিখা মৌ, কিসলু চৌধুরী, সাগর হুদা, আচল হোসেন, শোয়েব মনির, রিয়া চৌধুরী, সজল, হিমু হাফিজ, আখি আফরোজ, রবিন, সিয়াম নাসির, শেরা প্রমুখ। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে।
তরুণ তুর্কির নাটকের গল্পে দেখা যায়, ‘একটি প্রাইভেট ইউনিভার্সিটির সোশ্যাল ক্লাবকে কেন্দ্র করে তরুণ তুর্কির গল্পের পটভূমি। একজন শিক্ষকের নেতৃত্বে ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একেক করে সোশ্যাল ক্লাবে জয়েন করে। প্রতিটা শিক্ষার্থী যেমন আলাদা ডিপার্টমেন্টের তেমনি আলাদা ফ্যামিলি স্ট্যাটাসের, আবার আলাদা মন মানসিকতার। সবাই একত্র হয় একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে। ৫২ ভাষা আন্দোলন, ৬৮-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত দেশ বাঁচানোর যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার মূলে ছিল তরুণেরা। তরুণরা তাদের তারুণ্য দিয়েই বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ডে ধরে রাখতে পেরেছে। সময়ের সব ইতিহাসে সব অসংগতির বিরুদ্ধে সর্বদা তরুণরাই এগিয়ে এসেছে।’