উপস্থাপনা করতে চাই : এলভিন
ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই নতুন কুঁড়িতে যাওয়া। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় ২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম লেখালেন তাসনোভা এলভিন। ছিলেন শীর্ষ ১৫-তে। সেই এলভিন এখন দেশের প্রতিশ্রুতিশীল মডেল-অভিনেত্রীদের একজন।
মডেলিং, অভিনয়—এ সবই এখন নিত্যদিনের সঙ্গী এলভিনের। এত কিছুর মধ্যেও আরো একটা কাজ করতে চান এলভিন—উপস্থাপনা। কথা বলার সময় অকপটেই বললেন, ‘আমি উপস্থাপনা করতে চাই।’ কিন্তু কেন? প্রশ্নটা করতে না করতেই এলভিনের জবাব, ‘উপস্থাপনায় এখন মেয়েরা খুব ভালো করছে। নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করাটাও উপস্থাপনার মাধ্যমে সম্ভব।’
এলভিন কখনো উপস্থাপনা করেননি, এমনটা অবশ্য নয়। বরং এটা দিয়ে তাঁর শুরু। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে বের হওয়ার পরই বৈশাখী টেলিভিশনের ‘অন্য আলোর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন এলভিন। এরপর আর উপস্থাপনা করেননি তিনি। এর কারণ জানতে চাইলে এলভিন বললেন, ‘শুরুতে ব্যাপারটা বুঝতে পারিনি। ভেবেছিলাম, এ কাজটা আমাকে দিয়ে হবে না। কিন্তু মডেলিং ও অভিনয় করার পর আত্মবিশ্বাস বেড়েছে। এখন বুঝতে পারি, আমাকে দিয়ে উপস্থাপনাও সম্ভব ছিল। আমার উপস্থাপনা করা উচিত।’
২০১০ লাক্স থেকে বেরিয়ে কেবল কয়েক মাস কাজ করেন এলভিন। এরপর দীর্ঘ বিরতি। সেটা অবশ্য পড়াশোনার জন্য। তবে দেড় বছর ধরে টানা কাজ করছেন সম্প্রতি এআইইউবি থেকে বিবিএ শেষ করা এলভিন। তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক এখন প্রচারিত হচ্ছে। আরটিভিতে প্রচারিত হচ্ছে জাহিদ হাসান পরিচালিত নাটক ‘উড়ামন’। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে সবুর খান পরিচালিত নাটক ‘দাগ’। সম্প্রতি শেষ হলো তাহের শিপন পরিচালিত নাটক ‘ভেঙে যাওয়া স্বপ্নগুলো।’ নাটকটিতে তাঁর বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। এর আগে প্রচারিত এলভিনের নাটকগুলোর মধ্যে অন্যতম হলো ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড,’ ‘নস্টালজিয়া ক্যাথেড্রেল’, ‘তিনি একজন সেফসাইডওয়ালা’ ও ‘পরস্পর’।
এখন পর্যন্ত সাত-আটটি টিভি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এলভিন। এর মধ্যে সেভেন আপ, প্রাণ, অ্যাপেক্স, বেঙ্গল প্লাস্টিক অন্যতম। এলভিন জানালেন, এখন চলা বেঙ্গল প্লাস্টিকের বিজ্ঞাপনটা করে বেশ সাড়া পাচ্ছেন তিনি। বন্ধু-বান্ধবদের অনেকে তো দুষ্টুমি করে তাঁকে ডাকছেন ‘প্লাস্টিক’ এলভিন নামে!
এলভিন জানালেন, অভিনেত্রী হিসেবেই পরিচিতি পেতে চান তিনি। বললেন, ‘ছোটবেলায় নতুন কুঁড়ি করতাম। অনেক পুরস্কার জিতেছি। নাচ, গান, অভিনয় সবই করতাম। ব্যস্ততার কারণে এখন কেবল অভিনয়টাই করছি। অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে চাই আমি। অনেক ভালো একজন অভিনেত্রী হতে চাই। সবচেয়ে বড় কথা সৎ থেকে, ভালো থেকে, ভালো অভিনেত্রী হয়ে বাঁচতে চাই।’
কেবল ছোট পর্দায় নয়, রুপালি পর্দাতেও কাজ করতে আগ্রহী এলভিন। তবে সেটা শর্তসাপেক্ষে। বললেন, ‘সব ধরনের ছবিতে অভিনয় করতে চাই না। বাণিজ্যিক ছবি নয়, ভালো গল্প আর ভালো নির্মাতা হলে তবেই অভিনয় করব। মোস্তফা সরওয়ার ফারুকীর মতো পরিচালকের ছবিতে অভিনয় করতে চাই।’