শাকিবকে নিয়ে ছবি করবেন না খোকন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/29/photo-1480415871.jpg)
পরিচালক বদিউল আলম খোকন টানা ২২টি ছবি নির্মাণ করেছেন নায়ক শাকিব খানকে নিয়ে। শাকিবকে নিয়ে খোকনের সর্বশেষ ছবিটি ছিল ‘রাজা বাবু’। এরপর বিভিন্ন সময়ে শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেও তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত পরিচালক খোকন ঘোষণা দিয়েছেন, তিনি শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করবেন না। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ পরিচালক নিজেই জানালেন এনটিভি অনলাইনকে।
খোকন বলেন, ‘শাকিব খানকে নিয়ে আমার বেশ কয়েকটি ছবিই করার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে আর কোনো ছবি আমি নির্মাণ করব না। ‘আমার প্রতিজ্ঞা’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আরো আগেই। কিন্তু বিভিন্ন কারণে ছবির শুটিং পিছিয়েছে। আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমি আসলে শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণে আগ্রহী নই।’
এর কারণ ব্যাখ্যা করে খোকন বলেন, ‘শাকিব খান ইদানীং বাংলাদেশের চলচ্চিত্রের চেয়ে ভারতের প্রতি বেশি মনোযোগী। আমাদের দেশের একটি ছবিতে যে সময় দেন তারচেয়ে অনেক বেশি সময় দেন কলকাতার ছবিতে। তা ছাড়া ইদানীং তার কলকাতার টেকনিশিয়ানদের প্রতি আস্থা বেড়েছে। আমাদের দেশের কাউকেই মূল্যায়ন করতে চায় না। ছবির ব্যাপরে কথা বললেই ভারত থেকে টেকনিশিয়ান আনতে বলে। যেখানে আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর চেষ্টা করছি, তখন সে আমাদের বিরুদ্ধাচরণ করছে। শাকিবের ভাষায় আমাদের দেশে কোনো টেকনিশিয়ান নেই। এ কথা বলে শাকিব আমাদের অপমান করেছে।’
খোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে শাকিব খানকে নিয়ে আজ কলকাতা ওয়ালারা মাতামাতি করছে, এই শাকিব খান আমরাই বানিয়েছি। যে পরিচালকরা শাকিব খানকে নিয়ে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে, আজ তাদের শাকিব অবমূল্যায়ন করছে। আমি এর প্রতিবাদে তাকে নিয়ে আর ছবি নির্মাণ করব না।’
পরিচালক বদিউল আলম খোকন বর্তমানে ‘হারজিৎ’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমী, সজল ও মাহি।