নতুন বছরে ডিপজলের ৭ ছবি
আবারও চলচ্চিত্রে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে তিনি সাতটি ছবির মহরত করতে যাচ্ছেন বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এর পরের দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। সাতটি ছবির একটি পরিচালনা করবেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার। এ কারণে সম্প্রতি মেয়েকে নিয়ে কক্সবাজারে ছবির শুটিং লোকেশন দেখতে যান ডিপজল। সেখান থেকে ফিরে এনটিভি অনলাইনকে এসব কথা জানান ডিপজল।
ডিপজল বলেন, ‘আমি আবারও চলচ্চিত্র শুরু করছি। আগামী থার্টি ফার্স্ট নাইটে সাতটি ছবির মহরত করব। আর বছরের প্রথম দিন ছবির শুটিং শুরু করব। আমার মেয়ে ওলিজা একটি ছবি পরিচালনা করবে। আমি নিজেও ছবি পরিচালনা করব। এ ছাড়া স্বনামধন্য পরিচালকরাও অন্য ছবিগুলো পরিচালনা করবেন।’
মেয়ে ওলিজার বিষয়ে ডিপজল বলেন, ‘আমার মেয়ে কোনো বিষয়ে জীবনে ফেল করেনি। আশা করি চলচ্চিত্রেও সে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবে। সে বিদেশ থেকে মেকআপের ওপর পড়াশোনা করেছে, এমনকি হলিউডের কিছু ছবিতেও সে কাজ করেছে। সে চলচ্চিত্র অনেক সূক্ষ্মভাবে বোঝে, যে কারণে আমি চলচ্চিত্র নিয়ে আরো আগ্রহ পাচ্ছি।’
কক্সবাজারে শুটিং লোকেশন খোঁজা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘লোকেশন দেখে মন খারাপ হয়েছে। কারণ আমার মনে হয়েছে অনেক জায়গাতেই গাছ কেটে সাফ করে ফেলা হয়েছে। আমি মনে করি, সরকারের উচিত এদিকে লক্ষ রাখা। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত এটি, বাংলাদেশের এই ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে।’
শুধু ছবি নির্মাণ নয়, প্রদর্শনের সঙ্গে যুক্ত হতে চান ডিপজল। বললেন, ‘আমি শুধু চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনা বা অভিনয় করব, তা নয়। দেশজুড়ে সিনেপ্লেক্স করার ইচ্ছা আছে। প্রাথমিকভাবে আমি আড়াইশ সিনেপ্লেক্সের কাজ শুরু করব। এর মধ্যে আগামী বছর একশো সিনেপ্লেক্সের কাজ শুরু করব। আশা করি, ছবির গল্প ও মেকিংয়ে নতুনত্ব থাকবে। দর্শক আবারও আমার নামে হলে সিনেমা দেখতে যাবে।’