স্তন ক্যানসারের কারণ কী?
স্তন ক্যানসার আগে পশ্চিমা বিশ্বে বেশি দেখা গেলেও বর্তমানে এ উপমহাদেশে এই ক্যানসারের হার বাড়ছে। স্তন ক্যানসারের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৩তম পর্বে কথা বলেছেন ডা. অসীম কুমার সেনগুপ্ত।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসারের পেছনে ঝুঁকির কারণ কী?
উত্তর : স্তন ক্যানসার দিন দিন বাড়ছে। একসময় দেখা যেত যে এটি শুধু পশ্চিমা বিশ্বে বেশি হতো। তবে এখন আমাদের দেশেও প্রচুর পরিমাণে বাড়ছে। কিছু ঝুঁকির বিষয় থাকে এ ক্ষেত্রে। পারিবারিক ইতিহাস একটি বিষয়। যাঁদের মা, খালা, বোন আগে কোনোভাবে স্তন টিউমার বা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের হওয়ার প্রবণতা বেশি। এ ছাড়া খাদ্যাভ্যাসের সঙ্গে কিছু সম্পর্ক থাকে। বেশি মদ্পানের সঙ্গে একটি সম্পর্ক থাকে। এ ছাড়া যদি কোনো সময় কোনো রেডিয়েশন কাছে যাওয়ার ইতিহাস থাকে, সেটা দুর্ঘটনাবশত হোক বা কোনো জায়গায় যাওয়ার কারণে, এতে কিন্তু স্তন ক্যানসার হতে পারে।
আগে সাধারণত একটু যাঁরা বয়সী, সাধারণত যাঁদের বয়স ৪০/৫০, তাঁদেরই বেশি হতো। দুঃখজনকভাবে আমাদের দেশেও এখন কম বয়সী মেয়েদের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এর কারণ হয়তো জীবনযাপনের ধরনের পরিবর্তন, পরিবেশদূষণ ইত্যাদি।