স্তন ক্যানসারের লক্ষণ জানেন?
স্তন ক্যানসার বর্তমানে বাড়ছে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে স্তন ক্যানসার অনেকটা নিরাময় করা সম্ভব। তাই লক্ষণগুলো জানা প্রয়োজন।
স্তন ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৩তম পর্বে কথা বলেছেন ডা. অসীম কুমার সেনগুপ্ত। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসারের লক্ষণগুলো কী?
উত্তর : লক্ষণ হলো চাকা। হঠাৎ করে একটি চাকা অনুভব হওয়া, সেই চাকা একক হতে পারে বা অনেকগুলো হতে পারে। চাকাতে ব্যথা থাকতে পারে। স্তনের নিপল থেকে কোনো ডিসচার্জ (নিঃসরণ) হতে পারে। অনেক সময় ত্বকের রং পরিবর্তন হতে পারে। এগুলো আসলে প্রধান লক্ষণ। অনেক সময় হয়তো স্তনে চাকা অনুভূত হয় না, তবে আমাদের বগলে অনেক সময় লিম্ফ নিয়ে চলে আসতে পারে। স্তনে অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে। খুব অগ্রবর্তী পর্যায়ে গেলে ফুসফুসে ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের লক্ষণগুলো সাধারণত প্রকাশ পায়। এ ধরনের লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।